বিজয় মিছিলে যোগ দিয়ে আপ্লুত নব নির্বাচিত সাংসদ
Bengal Times News, 10 June 2024
অতনু হাজরা, জামালপুর : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ১লাখ ৬০ হাজারের বেশী ভোটে জয় লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের ডাঃ শর্মিলা সরকার। আজ তিনি জামালপুরে ব্লকের বিজয় মিছিলে যোগদান করেন। বিজয় মিছিলে তিনি ছাড়াও ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বিজয় মিছিলের উদ্যোক্তা ব্লক সভাপতি মেহেমুদ খান। ছিলেন কার্যকরী সভাপতি তথা যুব সভাপতি ভূতনাথ মালিক সহ সব শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান উপ প্রধান সহ কর্মী সমর্থকেরা। হালারা বিপত্তারিনী তলা থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত হয় বিজয় মিছিল। প্রচুর কর্মী সমর্থকরা ফুলের মালা পরিয়ে দিয়ে নব নির্বাচিত সাংসদ কে বরণ করে নেন। এই বিজয় মিছিলে প্রচুর কর্মী সমর্থক অংশ নেন। সবাই নতুন সাংসদ কে নিয়ে আবির খেলায় মেতে ওঠে। রাস্তার দুধারে প্রচুর মানুষ ভিড় করেন এই বিজয় মিছিল দেখতে। বাজনা, ব্যাঞ্জ নিয়ে এই মিছিলে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। সাংসদ ডাঃ শর্মিলা সরকার জামালপুরের মানুষদের যাঁরা তাঁকে ভোট দিয়েছেন এবং যাঁরা তাঁকে ভোট দেননি সকলকেই তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁকে এখান থেকে সাংসদ হিসাবে নির্বাচিত করার জন্য। তিনি আগামী দিনে সকলের সাথে থেকে পাশে থেকে তাঁদের জন্য কাজ করে যাবেন। মুখ্যমন্ত্রী যে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তিনি সেই পথই অনুসরণ করবেন। তিনি আলাদা ভাবে ব্লক সভাপতি ও বিধায়ক কে ধন্যবাদ জানান।