বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার ১৬০৫৭২ ভোটে বিজয়ী, বিধানসভা ভিত্তিক ফলাফল জানতে ক্লিক করুন
Bengal Times News, 4 June 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিধায়ক প্রার্থী অসীম কুমার সরকার কে বিপুল ভোটে পরাজিত করেছেন। তৃণমূল কংগ্রেস ডাঃ শর্মিলা সরকার ১ লক্ষ ৬০ হাজার ৫৭২ ভোটে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার গণনা শেষে তাঁর হাতে জয়ের শংসাপত্র তুলে দেন রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস।
বিজয়ী হয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেস এর প্রতি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি ও সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি কর্মীদের প্রতি আস্থা রেখেছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর প্রতিও আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিজয়ী ডাঃ শর্মিলা সরকার কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
ডাঃ শর্মিলা সরকার - তৃণমূল কংগ্রেস
রায়না ১১৪৮৬২
জামালপুর ১০৫৩০৭
কালনা ৯৪৩৬৮
মেমারি ১০৬৩০৬
পূর্বস্থলী দক্ষিণ ১০২৬৫৬
পূর্বস্থলী উত্তর ৯২৬১২
কাটোয়া ১০১৭৭১
পোষ্টাল ব্যালট ২৪২১
অসীম কুমার সরকার - বিজেপি
রায়না ৭১২৯৭
জামালপুর ৬৮৯৩৮
কালনা ৮৪২০৯
মেমারি ৭৩৪৭৫
পূর্বস্থলী দক্ষিণ ৮১২৯৪
পূর্বস্থলী উত্তর ৮৯৩৭৪
কাটোয়া ৮৯৩৫৬
পোষ্টাল ব্যালট ১৭৮৭
নীরব খাঁ - সিপিআইএম
রায়না ৩২৪০৪
জামালপুর ২৬৫৩৬
কালনা ২০৮৪১
মেমারি ২৮৮৭০
পূর্বস্থলী দক্ষিণ ২১০২১
পূর্বস্থলী উত্তর ২৩১১২
কাটোয়া ২৩৫৭৪
পোষ্টাল ব্যালট ৫৪১
মুকুল বিশ্বাস
রায়না ১২৬৬
জামালপুর ১১০৯
কালনা ১০১৭
মেমারি ১২১০
পূর্বস্থলী দক্ষিণ ৯৫০
পূর্বস্থলী উত্তর ৯৬৭
কাটোয়া ১০৯১
পোষ্টাল ব্যালট ২১
নির্মল মাঝি
রায়না ১৬২১
জামালপুর ১৪৩৭
কালনা ১৪১২
মেমারি ১৫৩৪
পূর্বস্থলী দক্ষিণ ১৩৮৩
পূর্বস্থলী উত্তর ১২৯২
কাটোয়া ২২৮৫
পোষ্টাল ব্যালট ১২
সজল কুমার দে
রায়না ৫৪০
জামালপুর ৫১৬
কালনা ৭৬৩
মেমারি ৫৯৭
পূর্বস্থলী দক্ষিণ ৪৫৯
পূর্বস্থলী উত্তর ৬৯৯
কাটোয়া ৫৮৯
পোষ্টাল ব্যালট ১৯
শর্মিলা সরকার
রায়না ৮০৪
জামালপুর ৭১৩
কালনা ৬০১
মেমারি ৬৬১
পূর্বস্থলী দক্ষিণ ৫৪৭
পূর্বস্থলী উত্তর ৬৯৪
কাটোয়া ৮৫৫
পোষ্টাল ব্যালট ১৮