বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদ বিজয়ী ১৩৭৯৮১ ভোটে, বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন ?
Bengal Times News, 4 June 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আজাদ কীর্তি ঝা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ কে বিপুল ভোটে পরাজিত করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১ ভোটে বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়ে তিনি দলের সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর প্রতি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।
আজাদ কীর্তি ঝা - তৃণমূল কংগ্রেস
বর্ধমান দক্ষিণ ৯২৬৯২
মন্তেশ্বর ১১৩৪৩৮
বর্ধমান উত্তর ১২৩৩৬৮
ভাতার ১০৯৫০১
গলসি ১০৭২৫০
দুর্গাপুর পূর্ব ৮৫৩৯০
দুর্গাপুর পশ্চিম ৮৫৪৩০
পোষ্টাল ব্যালট ৩৫৯৮
দিলীপ ঘোষ - বিজেপি
বর্ধমান দক্ষিণ ৮৫৪০৪
মন্তেশ্বর ৬৭৬৯৬
বর্ধমান উত্তর ৮২১২৩
ভাতার ৭৭০৮১
গলসি ৮৬৪৯৬
দুর্গাপুর পূর্ব ৮৩৬৯৭
দুর্গাপুর পশ্চিম ৯৭১১২
পোষ্টাল ব্যালট ৩০৭৭
ডঃ সুকৃতি ঘোষাল - সিপিআইএম
বর্ধমান দক্ষিণ ১৮৩৪১
মন্তেশ্বর ২১০৬০
বর্ধমান উত্তর ২৮০৫১
ভাতার ২১০৫১
গলসি ২১৫৩৯
দুর্গাপুর পূর্ব ২৪৬৬৯
দুর্গাপুর পশ্চিম ১৮১৪০
পোষ্টাল ব্যালট ৯৭৮
প্রভুনাথ সাহ
বর্ধমান দক্ষিণ ৬৮০
মন্তেশ্বর ৮৫৬
বর্ধমান উত্তর ১০৫৮
ভাতার ১১২৫
গলসি ১১৬৯
দুর্গাপুর পূর্ব ১০০৯
দুর্গাপুর পশ্চিম ৯২৫
পোষ্টাল ব্যালট ৩৪
তসবিরুল ইসলাম
বর্ধমান দক্ষিণ ৪১৯
মন্তেশ্বর ৩৯৮
বর্ধমান উত্তর ৫৩৭
ভাতার ৪৬০
গলসি ৫০৪
দুর্গাপুর পূর্ব ৬৩০
দুর্গাপুর পশ্চিম ৫০২
পোষ্টাল ব্যালট ১৯
মীর সাকিমুদ্দিন
বর্ধমান দক্ষিণ ২৫৭
মন্তেশ্বর ২৪৩
বর্ধমান উত্তর ৪০৮
ভাতার ৩৭১
গলসি ৪৩৭
দুর্গাপুর পূর্ব ৩৩২
দুর্গাপুর পশ্চিম ৩৬৫
পোষ্টাল ব্যালট ০৫
রীনা লিয়ঙ
বর্ধমান দক্ষিণ ৩২৮
মন্তেশ্বর ৩০৮
বর্ধমান উত্তর ৪৬৬
ভাতার ৪৫৩
গলসি ৫৫০
দুর্গাপুর পূর্ব ৪৮২
দুর্গাপুর পশ্চিম ৫১৩
পোষ্টাল ব্যালট ১১
লক্ষ্মীনারায়ণ কোড়া
বর্ধমান দক্ষিণ ৭৮৫
মন্তেশ্বর ৮০৪
বর্ধমান উত্তর ১১৬৭
ভাতার ১১৫৪
গলসি ১১০০
দুর্গাপুর পূর্ব ৯২৭
দুর্গাপুর পশ্চিম ১২০১
পোষ্টাল ব্যালট ০৪