গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর
Bengal Times News, 3 June 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ফের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। ঘটনার জেরে এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ নবদ্বীপ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শ্রীচৈতন্য জন্মস্থান ঘাটের পাশে। তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম সঞ্জয় সাহা। বয়স আনুমানিক ১৭। তার বাড়ি নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর মহাপ্রভু কলোনী এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পেশায় সেলুন কর্মী সঞ্জয় কাজ সেরে বিকেল প্রায় তিনটে নাগাদ শ্রীচৈতন্য জন্মস্থান গঙ্গার ঘাটে অন্যান্য যুবকদের সঙ্গে একটি টিউব নিয়ে স্নান করতে করতে হঠাৎই ভাগীরথীর গর্ভে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ও স্থানীয় দুই কাউন্সিলর সুজিত সাহা এবং ঝন্টু লাল দাস। পাশাপাশি খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থল শ্রীচৈতন্য জন্মস্থান গঙ্গার ঘাটে আসে পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরি কে নামিয়ে খোঁজ চালানো শুরু হয়। রাত পর্যন্ত তলিয়ে যাওয়া কিশোরের কোন সন্ধান পায়নি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক যুবক প্রসেনজিৎ মন্ডল জানান, সেই সময় আমরাও স্নান করছিলাম। হঠাৎ দেখি ওই ছেলেটি গঙ্গায় তলিয়ে গিয়েছে। তলিয়ে যাওয়ার খবর ঘাটে স্নান করতে আসা মানুষদের কাছে পৌঁছাতেই কিছু মানুষ ওই কিশোরের খোঁজ পেতে তল্লাশি চালাতে শুরু করে গঙ্গায়। কিন্তু তার কোনও রকম খোঁজ পাওয়া যায়নি।
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা সংবাদ মাধ্যমকে বলেন, পুরসভার পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। মানুষকে আরো বেশি সতর্ক হতে হবে নইলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব নয়। তিনি জানান এভাবে একটি তরতাজা প্রাণ চলে যাবে কেউ ভাবতেই পারেনি। আমরা দলীয় এবং পুরসভার পক্ষ থেকে ওই কিশোরের পরিবারের পাশে আছি এবং থাকবো। উল্লেখ্য,গত মার্চ মাস থেকে আজ পর্যন্ত নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাট সহ মায়াপুরে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা নিহাতই কম নয়। মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এযাবৎকালে ভাগীরথী নদীতে সলিল সমাধির ঘটনা প্রায় ১২-১৪।