SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Wild animals killer "অম্বুবাচী" শুরুর রাতেই অমানসিক ঘটনা, কয়েকশো অবলুপ্ত প্রাণী হত্যা



Wild animals killer 

"অম্বুবাচী" শুরুর রাতেই অমানসিক ঘটনা, কয়েকশো অবলুপ্ত প্রাণী হত্যা



Bengal Times News, 23 June 2024

বেঙ্গল টাইমস নিউজ, পূর্ব বর্ধমান : "অম্বুবাচী" শুরুর রাতেই অমানসিক ঘটনা। কয়েকশো অবলুপ্ত প্রাণী হত্যা। শনিবার রাতে বিশেষ উৎসব 'অম্বুবাচী'- উপলক্ষে আউসগ্রামের জঙ্গলে ঝাড়খন্ড ও বীরভূম থেকে প্রচুর শিকারি সারারাত ধরে বিভিন্ন ধরনের জীবজন্তু হত্যা করেছে। হত্যার ছবি দেখলে শিউরে ওঠেন গ্রামবাসী। বনদপ্তর, আউসগ্রাম কেতুগ্রাম ফরেস্ট রেঞ্জ, প্রায় ৩০০ প্রাণী হত্যার কথা বললেও, বাস্তবে এর সংখ্যা ৯০০ র উপরে। 

বিভিন্ন ধরনের অবলুপ্ত প্রায় বা এন্ডডেঞ্জারড প্রাণীও মারা হয়েছে। যা চোখে দেখা যায় না। বিভিন্ন ধরনের ওয়াটার মনিটর বা গোসাপ, বিভিন্ন ধরনের মেছো বিড়াল, বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গা, হাড়ি চাচা, রংবেরঙের পাখি, শুধু মাত্র প্রায় ৩০০ বক, প্রচুর কাঠবিড়ালি, বন মুরগি, বুনো ইঁদুর, বিভিন্ন প্রজাতির বেজি ইত্যাদি বিভিন্ন পশু-পাখি তারা হত্যা করেছে।
আন্তর্জাতিক গবেষক ও পরিবেশবিদ তথা জাতীয় শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত এই অমানসিক ঘটনার ছবি দেখে বলেন, শিকারিদের শুধুমাত্র অ্যারেস্ট করে জেলে রাখলে হবে না। সাধারণ মানুষের সাথে সাথে অন্তত তাদেরকে বিশেষভাবে বন্যপ্রাণীর প্রয়োজনীয়তা, জীব বৈচিত্র্যে তাদের ভূমিকা, এবং মানব সভ্যতায় কিভাবে জীবেরা সাহায্য করে- তা বোঝানো দরকার। যেমন সামান্য মৌমাছি, বা ছোট ছোট কীটপতঙ্গ, প্রাণী, বা বৃহত্তর প্রাণীরা কিভাবে পরাগ মিলন বা পলিনেশনে সাহায্য করে এবং বিচ ছড়াতে সাহায্য করে- পৃথিবীর তে গাছের বংশবিস্তারে সাহায্য করে সংখ্যা বৃদ্ধি করে। আর যদি পাখিরা, বট, অশত্ব, ডুমুর প্রভৃতি গাছের ফল না খেত, তাহলে ঐ সমস্ত গাছের বংশবিস্তার ঘটতো না। সেই সমস্ত গাছ পৃথিবীতে অবলুপ্ত হয়ে যেত। পৃথিবীতে যদি শুধুমাত্র মৌমাছিরা না থাকতো তাহলে শস্য উৎপাদন হতো না। তাই পরিবেশ জীববৈচিত্রের খুব প্রয়োজন। একটি প্রাণীর সঙ্গে আরেকটি প্রাণীর সুন্দর খাদ্য এবং খাদকের সম্পর্ক বর্তমান। জীব বৈচিত্র্য বায়োডাইভারসিটি নষ্ট হয়ে গেলে ইকো সিস্টেম ধ্বংস হওয়ার সাথে সাথে পৃথিবীতে গাছের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। যার অর্থ মানব সভ্যতার বিনাশ। তাই যে কোন মূল্যে জীববৈচিত্র্য কে বাঁচিয়ে রাখতে হবে পাশাপাশি গাছও বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই বোধহয় এই পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে যে কোন ধরনের দূষণকে আমরা রোধ করে একটা সুন্দর আদর্শ দূষণমুক্ত পৃথিবী তৈরি করতে পারব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad