বিখ্যাত নাট্যকার মন্মথ রায় এর প্রতি শায়কের শ্রদ্ধাঞ্জলি
Bengal Times News, 16 June 2024
অতনু হাজরা, কলকাতা : পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের তথা গোটা বিশ্বে যিনি সমাদৃত সেই বিখ্যাত নাট্যকার মন্মথ রায়ের ১২৫ তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো কলকাতার এক বিখ্যাত লিটিল ম্যাগাজিন শায়ক। ১৬ জুন নন্দনের জীবনানন্দ সভাগৃহে তাদের বার্ষিক অনুষ্ঠানে নাট্যকার মন্মথ রায়ের উপর একটি বই প্রকাশ করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্মথ রায়ের নাতি অমিত রায়।ছিলেন মিলন কুমার বসু, শায়ক পরিবারের সভাপতি জয়শ্রী দেব, সম্পাদক শেখর দাস, শায়কের প্রকাশিকা অমিতা দাস, সুরমান আলী মল্লিক সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান থেকে পূর্ব বর্ধমানের মেমারি থেকে জিরো পয়েন্ট পত্রিকার সম্পাদিকা আঞ্জু মনোয়ারা বিবি কে শায়ক সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও সম্মানিত করা হয় সতীরঞ্জন আদক, মিনতি দত্ত সহ অনেককে।
পত্রিকা সম্পাদক তাঁর বক্তব্যে কেনো মন্মথ রায়কে নিয়ে তাঁর এই বই প্রকাশ, তার ব্যাখ্যা করেন। স্মৃতি চারণায় তাঁর সাথে মন্মথ রায়ের পরিচয় এবং তাঁর নাতি অমিত রায়ের হাত ধরে, তারপর তাঁর বাড়িতে যাতায়াত সহ অনেক ব্যক্তিগত স্মৃতি আলোচনা করেন। এই বই প্রকাশ করতে তাঁকে সব রকম ভাবে সাহায্য করেছেন অমিত বাবু। সেই জন্য তিনি তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর নাতি তাঁর দাদুকে নিয়ে এই বই প্রকাশ করার জন্য শেখর বাবুকে অসংখ্য ধন্যবাদ জানান। দাদুর স্মৃতি চারণ করতে করতে তাঁর কন্ঠ অবরুদ্ধ হয়ে যায়, তিনি আবেগ প্রবন হয়ে পড়েন। উপস্থিত শায়ক পরিবারের সদস্যরা বাসুদেব সাঁতরা, কৃপা সিন্ধু পাইন, সন্দীপ রায়, আঞ্জু মনোয়ারা খাতুন, অতনু হাজরা, শেখ জাহাঙ্গীর, সুরমান আলী মল্লিক, মিনতি দত্ত, মনোজ ত্রিবেদী, মনোজ কুমার রথ সহ অনেকেই কবিতা পাঠ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অমিতা দাস। স্মরণে, কবিতা পাঠে আজকের সভা প্রাণবন্ত হয়ে ওঠে। সম্পাদক সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী।