Murder
জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর বিবাহ বহিঃভূত সম্পর্কে খুন জামাই
Sangbad Prabhati, 15 June 2024
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে এসে শ্বশুরবাড়িতে খুন হয়েছেন জামাই। এমনই অভিযোগে তোলপাড় এলাকা। হুগলি জেলার বৈদ্যবাটির ঘটনা। মৃত ব্যক্তির নাম দীপঙ্কর কুন্ডু (৪৪)। অভিযোগ স্ত্রীর বিবাহ বহিঃভূত সম্পর্কে খুন হয়েছেন স্বামী। অভিযুক্ত প্রেমিক পলাতক। এই ঘটনায় পুলিশ দীপঙ্কর কুন্ডুর স্ত্রী জ্যোতি কুন্ডু কে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওড়া মাকরদহের বাসিন্দা দীপঙ্কর কুন্ডু গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির ১৩ নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী পুত্রকে নিয়ে ভাড়া থাকতেন। সিকিউরিটি গার্ডের কাজ করতেন দীপঙ্কর। তাই সপ্তাহে রোজ বাড়ি ফিরতেন না।
মৃতের বোন মৌমিতা শ্রীমানির অভিযোগ, দাদা শনি রবিবার বাড়ি ফিরত। বৈদ্যবাটিতে প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিবাহ বহিঃভূত সম্পর্ক ছিল বৌদির। এনিয়ে দাদার সঙ্গে অশান্তি হত। দাদা খেতে খুব ভালোবাসত। জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ির নিমন্ত্রণ পেয়ে খুশি হয়েছিলেন। বৈদ্যবাটির বাড়িতে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে গেলে বৌদির প্রেমিক কুপিয়ে খুন করে।
১২ জুন রাতে বৈদ্যবাটি 8 নম্বর ওয়ার্ড সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুন্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলরকে। কাউন্সলির অভিজিৎ গুহ পুলিশকে জানালে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ১৪ জুন সকালে হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্কর কুন্ডু নামে ওই যুবকের। মৃতের পরিবারের তরফ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত প্রেমিক ঋজু মাঝির খোঁজ চালাচ্ছে পুলিশ।