New Education System
উচ্চ মাধ্যমিকে নতুন সেমিস্টার পদ্ধতি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ
Bengal Times News, 11 June 2024
অতনু হাজরা, বর্ধমান : এই বছর থেকেই পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি। একাদশ এবং দ্বাদশে সেমিস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা। দুই বছরে মোট ৪ টি সেমিস্টার পরীক্ষা দিতে হবে ছাত্র ছাত্রীদের ২০২৪ থেকে একাদশ শ্রেণী এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এই পদ্ধতিতে। তাই এই নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন, রেজাল্ট কিভাবে প্রস্তুত করা হবে সেই নিয়ে জেলার প্রতিটি উচ্চমাধ্যমিক স্কুলগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ দিলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অনুষ্ঠানটি হয় বর্ধমান টাউন হলে। শিক্ষক শিক্ষিকাদের কাছে পুরো বিষয়টি কাউন্সিলের পক্ষ থেকে তুলে ধরেন ডি এস অ্যাডমিনিস্ট্রেশন মুক্তা নার্জিনারি, ড. রাজু দাস এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, রাজীব বিশ্বাস ডেপুটি সেক্রেটারি বর্ধমান।
উপস্থিত ছিলেন জেলার উচ্চ মাধ্যমিকের জয়েন্ট কনভেনর অতনু নায়েক সহ অন্যান্যরা। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সকল শিক্ষক শিক্ষিকাদের সমস্ত বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়। শেষের দিকে চলে প্রশ্ন উত্তর পর্ব। সকলের নানান জিজ্ঞাসার উত্তর দেন সংসদের আধিকারিকরা। জয়েন্ট কনভেনর অতনু নায়েক বলেন যেহেতু এবছর থেকে নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতিও নতুন তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষক শিক্ষিকাদের কাছে পুরো বিষয়টা তুলে ধরলেন। এতে করে নতুন সিলেবাস ও পরীক্ষা ব্যবস্থায় কাজ করতে সুবিধা হবে শিক্ষক শিক্ষিকাদের। আজকের অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিতিতে টাউন হল ভরে যায়।