Parliamentary Election
লোকসভা নির্বাচন : পূর্ব বর্ধমান জেলার দুটি কেন্দ্রে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং
Bengal Times News, 12 May 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাত পোহালেই আঠারো তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে এই পর্যায়ে ভোট গ্রহণ হবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বীরভূম জেলার বোলপুর, বীরভূম, নদীয়া জেলার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা আসনে। পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রেও ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। দুটি লোকসভা কেন্দ্র হলো বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। ৩৯ বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৫১ হাজার ৭৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লক্ষ ২৯ হাজার ৬২৮ জন। মহিলা ভোটার ৯ লক্ষ ২২ হাজার ১২৭ জন। এছাড়া থার্ড জেন্ডার ভোটার রয়েছেন ২৫ জন। জেলা নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র ২ হাজার ৩৯ টি। এরমধ্যে ৪২২ টি ক্রিটিক্যাল বুথ রয়েছে। এই লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৮৭ টি। থাকছে ৪ টি মডেল ভোট গ্রহণ কেন্দ্র।
অন্যদিকে ৩৮ বর্ধমান পূর্ব (এস সি) লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮ লক্ষ ১ হাজার ৩৩৩ জন। এরপর পুরুষ ভোটার ৯ লক্ষ ১৩ হাজার ৩৬১ জন। মহিলা ভোটার ৮ লক্ষ ৮৭ হাজার ৯২৩ জন। এছাড়া থার্ড জেন্ডার ভোটার রয়েছেন ৪৯ জন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে মোট ভোট গ্রহণ কেন্দ্র ১ হাজার ৯৪২ টি। এরমধ্যে ৩০১ টি ক্রিটিক্যাল বুথ রয়েছে। এই লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১০৪ টি। থাকছে ৪ টি মডেল ভোট গ্রহণ কেন্দ্র।
পূর্ব বর্ধমানের জেলা শাসক কে রাধিকা আইয়ার এক সাংবাদিক বৈঠকে জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশন পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রের জন্য ১৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। এছাড়া ৭ হাজার ৩৯৫ জন রাজ্য পুলিশ থাকছেন।
১২ মে সকাল ৬ টা থেকে ভোট কর্মীদের জন্য ডি সি - সি সি খুলে যাবে। লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা ডি সি - সি সি থাকছে। বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বর্ধমান দক্ষিণ বিধানসভা, বর্ধমান উত্তর এবং ভাতার বিধানসভার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউ আই টি। মন্তেশ্বর বিধানসভার ডি সি - সি সি হয়েছে মন্তেশ্বর গৌর মোহন কলেজে। গলসি বিধানসভার ডি সি - সি সি হয়েছে বুদবুদ মহাকালী হাই স্কুলে। দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম এর জন্য দুর্গাপুর গভর্মেন্ট কলেজ।
পূর্ব বর্ধমানের জেলা শাসক তথা জেলা রিটার্নিং অফিসার কে রাধিকা আইয়ার জানান, এবার ১০০ শতাংশ ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগ নম্বর ০৩৪২-২৬২৫৩৫৫ এবং ০৩৪২-২৬২৫৬৮৯
ওই সাংবাদিক বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল এবং ওসি ইলেকশন।