বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বামপ্রার্থী নীরব খাঁ'র সমর্থনে জনসভায় কি বললেন মীনাক্ষী
Bengal Times News, 10 May 2024
সৈয়দ আবু জাফর, কালনা : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীরব খাঁ'র সমর্থনে শুক্রবার কালনা এক ব্লকের সহজপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সিপিআইএমের কালনা ১ এরিয়া কমিটির উদ্যোগে এই সভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর, সিপিআইএম নেতা তাপস চ্যাটার্জী প্রমুখ। সভা পরিচালনা করেন আলিম শেখ। এদিনের সভায় প্রার্থী নীরব খাঁ বলেন গোটা রাজ্য জুড়েই দুর্নীতি চলছে। একশ দিনের কাজ প্রসঙ্গে তিনি বলেন ১০০ দিনের কাজ বন্ধের পেছনে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই হাত আছে। কারণ রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকা চুরি করেছে আর সেই কারণে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ঠিকই আছে কিন্তু সাধারণ মানুষ প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। তাদের কথা এই দুই সরকারের কেউই ভাবেনি।
সভায় মীনাক্ষী মুখার্জী তীব্রভাবে বিরোধীদের আক্রমণ করেন। সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন গোটা সন্দেশখালি জুড়ে মা-বোনেদের উপর অন্যায় হয়েছে, কিন্তু সুজিত বসু, লীনা গঙ্গোপাধ্যায়, পার্থ ভৌমিক, রাজীব কুমার প্রমুখের নাম নিয়ে বলেন এনারা গোটা সন্দেশখালি ঘুরে এসে বলেছেন সেখানে সবকিছু ঠিক আছে। কোন সমস্যা নেই সেখানে। আজকের এই নির্বাচনী মঞ্চ থেকে তিনি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনাদের ঘরের মা-বোনেদের সাথে যদি এমন হতো তবে কি আপনারা সব ঠিক আছে বলতে পারতেন ? আজ তিনি বলেন মানুষ তৃণমূল বিজেপি উভয় সরকারকেই বুঝে গেছে তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিপিআইএমের পাশে আছে। তিনি আরো কটাক্ষের সুরে বলেন বর্ধমান পূর্বের কর্মী সমর্থকরা ঠিক করে নিয়েছেন আর কাউকে ফেয়ার এন্ড লাভলী মেখে কালো চেহারা ফর্সা করতে দেবেন না। মানুষ বামফ্রন্টের সঙ্গেই থাকবেন। উল্লেখ্য জল বৃষ্টি কাদা উপেক্ষা করে এদিনের এই নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।