কবিতীর্থ চুরুলিয়ায় নজরুল ইসলামের উত্তরসুরিরা স্মরণ করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথকে
Bengal Times News, 12 May 2024
লুতুব আলি, চুরুলিয়া : কবিতীর্থ চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের উত্তরসুরিরা স্মরণ করলেন রবীন্দ্রনাথকে। কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী পালন করলেন। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর আয়োজনে প্রভাত ফেরী অনুষ্ঠানের উৎকর্ষতা সাধনে সক্ষম ঘটায়। চিত্রশিল্পী আবির ঘটক ও বিজন বিশ্বাসের রবীন্দ্রনাথের প্রতিকৃতি লাইভ অনুষ্ঠান ও সকলের নজর কাড়ে। কবিতীর্থ চুরুলিয়ায় প্রাণের কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর পত্নী প্রমিলা ইসলামের সমাধিক্ষেত্রে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম, কাজী নুরুল হোসেন, কাজী আলী রেজা প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান দুটি পর্যায়ে করা হয়। অনুষ্ঠানটি হয় কবিতীর্থ চুরুলিয়ার শহর গ্রন্থাগারে। সোনালী কাজী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। সোনালী কাজী বলেন, প্রভাত ফেরির নান্দনিক পদযাত্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নজরুল ইসলাম চেয়েছিলেন অসাম্যকে ভেঙে চুরমার করে দিতে। ইদানিংকালে সমাজ অসাম্যের ভারে নুয়ে পড়েছে! নজরুলের আদর্শকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। গ্রাম প্রদক্ষিনে অংশগ্রহণ করে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, জামুরিয়া থেকে আগত কবি ও শিল্পীরা। মাধবডাঙ্গা পরিচালিত সাঁওতালি লোকশিল্পীদের সমন্বয়ে প্রভাত ফেরির বর্ণাঢ্য অনুষ্ঠানটি রঙিন হয়ে উঠেছিল। শহর গ্রন্থাগারের সভাকক্ষে প্রথম পর্যায়ে ৮০ জন শিল্পী সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এই পর্যায়ে উপস্থিত ছিলেন কবি জহর মিত্র, কবি অপর্ণা দেওঘড়িয়া, কবি দেশ বন্ধু রায়। দলগতভাবে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন দুর্গাপুর কর্ণফুলী সংস্থা শিল্পী বৃন্দ, সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুপর্ণা ভৌমিক, রীনা রায়, কল্লোল কাজী প্রমুখ। রবি কিরণ নামকরণের মাধ্যমে দোলনচাঁপা ফাউন্ডেশন প্রথম সংখ্যা দিয়েল পত্রিকার উদ্বোধন হয়। এই পত্রিকার সম্পাদনায় আছেন সোনালি কাজী, সহ-সম্পাদনায় অপর্ণা দেওঘরিয়া। পত্রিকার অলংকরণে প্রসেনজিৎ ঘোষ ও সাগর কাজী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা: প্রদীপ কুমার দত্ত। সেদিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় ছিল বর্ণময়। এই পর্যায়ের সমবেতভাবে শ্রদ্ধা অর্পণ করেন সাহিত্য লহমার শিল্পীরা। উপস্থিত ছিলেন দুর্গাপুর অন্বেষা, দুর্গাপুর ময়ূরী, চিত্তরঞ্জন পিস ওয়েলফেয়ার সোসাইটি, কবি কল্যাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ ঘোষ, রাখি কবি, নীতা কবি, শুক্লা দত্ত, সুজিত কর্মকার প্রমুখ। সোনালী কাজীর পরিচালনায় 'এসেছে রবির কর' অনুষ্ঠানটি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে আদিবাসী লোকশিল্পীদের বিনামূল্যে বস্ত্র প্রদান করে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন।