Kazi Nazrul Islam
চুরুলিয়ায় ৫ দিন ব্যাপী নজরুল স্মরণে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা
Bengal Times News, 25 May 2024
লুতুব আলি, চুরুলিয়া : কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুরু হল নজরুল মেলা ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতীর্থ চুরুলিয়ায় ২৫ মে সকালে কাজী নজরুল ইসলামের সমাধিতে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশীষ ভট্টাচার্য, নজরুলের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম, কবির নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নিয়ামক চন্দন কোনার, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক তথা বিশিষ্ট কবি বিশ্বজিৎ সাহা, অরিন্দম কাজী সহ এপার বাংলা ওপার বাংলার বিশিষ্ট মানুষজনেরা।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মর্যাদার সঙ্গে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিন পালন করা হচ্ছে। এই অনুষ্ঠানের নান্দনিক সূচনা করেন উপাচার্য দেবাশীষ ভট্টাচার্য। ২৯ মে পর্যন্ত টানা অনুষ্ঠান চলবে। কবিতীর্থ চুরুলিয়ার প্রাঙ্গণে বসেছে মেলা। গ্রামীণ মেলার ঐতিহ্য নিয়ে বিভিন্ন ধরনের দোকানের পসরা বসেছে। কবিতীর্থ চুরুলিয়ার মাটিতে পা দিলেই নজরুলের উজ্জ্বল উপস্থিতিকে উপলব্ধি করা যায়! চুরুলিয়ার মেঠো পথে যেতে যেতে ব্রিটিশ আমলের গ্রামীণ ছোঁয়া এখনো বর্তমান! কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলামের উত্তরসূরীদের নিয়ে সমন্বয় সাধন করে নজরুলের দর্শনকে বৃহত্তর পরিসরে উন্নোচিত করার প্রচেষ্টাকে নজরুল প্রেমীরা বাহবা জানিয়েছেন।
নজরুল ইসলামের জন্মদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য দেবাশীষ ভট্টাচার্য, কাজী রেজাউল করিম, সোনালী কাজী, বিশ্বজিৎ সাহা প্রমুখরা নজরুলের বর্ণময় দিক গুলি নিয়ে আলোকপাত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এপার বাংলা ওপার বাংলা সহ প্রায় ৫০ জন কবি নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। কলকাতার বিশিষ্ট সংস্থা ইচ্ছেডানা। সাম্যের কবির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ইচ্ছেডানা দুঃস্থ মানুষদের মধ্যে ১২৫টি ছাতা বিতরণ করায় অনেকে সন্তোষ প্রকাশ করেন। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক তথা বিশিষ্ট কবি বিশ্বজিৎ সাহা এই প্রতিবেদককে জানান, ২৯ মে পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রঙিন হয়ে উঠবে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান থাকছে অনুপ জলোটা, মনোময় ভট্টাচার্য, চন্দ্রাবলী রুদ্র দত্ত সহ বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ফিরদৌস আরার অনুষ্ঠান।
Asadharon Sundor ❤️
উত্তরমুছুন