অনির্বাণ শিখা ওয়েলফেয়ার সোসাইটির মহতী উদ্যোগ
Bengal Times News, 26 May 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সামাজিক দায়বদ্ধতায় অনুপ্রাণিত বর্ধমান অনির্বাণ শিখা ওয়েলফেয়ার সোসাইটি। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ১৯৮৭ সালের মাধ্যমিক ব্যাচ সম্মিলিত ভাবে গড়ে তুলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সেবামূলক নানান কাজের মধ্যে দিয়ে বর্ধমান অনির্বাণ শিখা ওয়েলফেয়ার সোসাইটি ইতিমধ্যেই তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে। তবে এবারই প্রথম আয়োজন করেছে রক্তদান শিবির।
সংগঠনের সদস্য এবং আত্মীয় পরিজনরা অনির্বাণ শিখা প্রজ্বলিত রাখতে রক্তদানে স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। শহর বর্ধমানে ঢলদীঘি পেট্রোল পাম্পের বিপরীতে হোটেল সিগনেচার এর ষষ্ঠ তলে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদান করেন।
এদিনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান অনির্বাণ শিখা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অমরনাথ বণিক, সম্পাদক মানস চক্রবর্তী সহ সন্দীপ দাস, রথীন চ্যাটার্জী, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সদস্যরা।
বর্ধমান অনির্বাণ শিখা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন সবুজায়নের বার্তাও দেওয়া হয়। রক্তদাতাদের প্রত্যেককে শংসাপত্র প্রদানের সঙ্গে একটি করে চারা তুলে দেওয়া হয়।