চন্দননগরের প্রান্তিক শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে 'চিত্রশিল্প কর্মশালা' এবং চিত্র প্রদর্শনী
Bengal Times News, 19 May 2024
অমিত মিত্র, চন্দননগর : চন্দননগরের প্রসিদ্ধ আর্ট গ্যালারি 'গ্যালারি দ্য মঁসীয়ে সুর' এ 'সংবেদ' পাঠশালার প্রান্তিক ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো 'চিত্রশিল্প কর্মশালা' এবং কর্মশালায় নির্মিত শিল্পকর্মের প্রদর্শনী। ১৮ মে এই শিল্পকর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর প্রদীপ সুর।
কর্মশালায় পাঠশালার ৩৫ জন শিশু ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। এই ৩৫ জন শিশু ছাত্র-ছাত্রীর শিল্পশিবিরে আঁকা ছবি এবং মাটির কাজ শনিবার এবং আজ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। 'সংবেদ' পাঠশালার তরফ থেকে রজত চক্রবর্তী জানালেন, এই পাঠশালা প্রান্তবাসী রেল লাইন ধারের বসতিতে থাকা ছেলেমেয়েদের নিঃশ্বাস নেবার জায়গা। ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক অবধি ছেলেমেয়েরা রোজ সন্ধ্যায় পাঠশালায় পড়তে আসে নিয়ম করে।
মাধ্যমিক পাশের পরে ওদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করা হয় পাঠশালা থেকেই। এই বছরে পাঠশালা থেকে তিন জন মাধ্যমিক পাশ করেছে এবং একজন উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেছে। প্রতি বছর এক একজনকে স্কলারশিপ দেওয়া হয়, মানে তার পড়াশোনা যতদূর অবধি করবে খরচের দায়িত্ব নেওয়া হয়। পাঠশালার ছেলেমেয়েদের সংখ্যা আপাতত ৪০ জন।
পড়াশোনা ছাড়াও নাচ, গান, আবৃত্তি, নাটক, আঁকা শেখানো হয় এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠশালার ছেলেমেয়েরাই উদ্যোগ নিয়ে করে। সারা বছর প্রতিদিন পাঠশালা বসে । প্রতিদিন স্বেচ্ছায় শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে প্রান্তিক ছেলেমেয়েরা এক নতুন জীবনের স্বাদ পাচ্ছে।
বর্তমান আর্থসামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে এই ধরনের শিশু মনের বিকাশের উপযোগী কর্মশালা এবং তাদের উৎসাহ প্রদানের জন্য গ্যালারিতে দুই দিনব্যাপী শিল্পকর্মের প্রদর্শনী খুবই প্রশংসনীয় এবং প্রয়োজনীয় একটি উদ্যোগ- এ কথা বলাই বাহুল্য!