বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন
Bengal Times News, 18 May 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ ভবনে শুরু হল তিনদিন ব্যাপি পুরাবস্তু প্রদর্শনী। এদিনের অনুষ্ঠানে সভাপতির আসনে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরাতত্ব পরিষদের সভাপতি জীবন কানাই সাহা, নবদ্বীপ পুরাতত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব।
বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন আলোক চিত্র শিল্পী ও গবেষক অমিতাভ মিত্র। এছাড়াও তিনদিন ব্যাপি অনুষ্ঠানে বিভিন্ন দিনে উপস্থিত থাকবেন আলোক চিত্র শিল্পী ও গবেষক সুজয় সাহা। পুঁথি দর্পণের চাল চিত্র এবিষয়ে বক্তব্য রাখবেন পুঁথি গবেষক রিয়া পোদ্দার।
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব বলেন, নবদ্বীপ পুরাতত্ব পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছর ১৮ মে বিশ্ব সংগ্রহশালা দিবস পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আজ শনিবার থেকে শুরু হল তিন দিনব্যাপী বিশ্ব সংগ্রহশালা দিবস উপলক্ষে পুরাবস্তু প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী।