5th phase of Lok Sabha Elections
রাত পোহালেই পশ্চিমবঙ্গের ৭ টি লোকসভা কেন্দ্রের ৮৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ
Bengal Times News, 19 May 2024
বেঙ্গল টাইমস নিউজ : লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য পশ্চিমবঙ্গে সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর এবং ২৫ হাজার ৫৯০ রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সব ভোটকেন্দ্রে ভোটারদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
রাত পোহালেই পশ্চিমবঙ্গে পঞ্চম দফার লোকসভা নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে সাতটি লোকসভা আসনে নির্বাচন হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গন্তব্যে পৌঁছেছেন ভোটকর্মীরা।
এই সাতটি আসনে মোট ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের যোগ্য। আগামীকাল সাতটি আসনে ৮৮ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে। সাতটি লোকসভা আসনে ১৩ হাজার ৪৮১টি ভোটকেন্দ্র খোলা হয়েছে, যার মধ্যে ৭ হাজার ৭১১টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ কর্মী ছাড়া ৫৬৭টি কুইক রেসপন্স টিমও নিয়োজিত হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য সব ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভোটারদের সুরক্ষার জন্য সব ভোট কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থাও করা হয়েছে।
By courtesy : PIB