তিন দিন ব্যাপী রবীন্দ্র উৎসবের সূচনা
Bengal Times News, 7 May 2024
লুতুব আলি, হাওড়া : স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে রবীন্দ্র উৎসবের সূচনা হলো বাগনানের বাঙালপুর মহিলা বিকাশ কেন্দ্রে। এই উৎসব চলবে ৯ মে অবধি। অনুষ্ঠানের নান্দনিক সূচনা লগ্নে স্বাগত ভাষণ দেন স্বজনের কর্ণধার চন্দ্রনাথ বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট সাহিত্যিক আরণ্যক বসু, কবি বরুণ চক্রবর্তী, সত্য কাম বাগচি, গোপাল ঘোষ, অলকানন্দা গোস্বামী, সুস্মিতা চট্টোপাধ্যায়, মধুসূদন বাগ, বিমান ঘোষ, অর্পিতা রায়, অমিত গুছাইত, সুনীল চট্টোপাধ্যায়, সাবিনা সৈয়দা, রবিন মুখোপাধ্যায়, শিব শঙ্কর বক্সী, পলাশ পাইন, পঞ্চায়েত সদস্যা ঝিন্দন প্রধান, মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, বিশিষ্ট শিক্ষিকা প্রিয়াঙ্কা শাসমল, বাবলু চট্টোপাধ্যায়, মইনুদ্দিন বেগ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিরন্তন কবি। বাঙালি যতদিন থাকবে এই বিশ্ব বরেণ্য কবি ও ততদিন সকলের মাঝে বেঁচে থাকবেন বলে অনুষ্ঠানের বক্তারা মত ব্যক্ত করেন। অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় রবীন্দ্র চর্চাকে আরও বেশি করে করার জন্য আহ্বান জানানো হয় । চন্দ্রনাথ বসু বলেন, সমগ্র পৃথিবীর কাছে ভারত তথা বাংলাকে কবিগুরু সমাদৃত করেছেন। ব্রিটিশ আমলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে ইংরেজদের তিনি দেখিয়ে দিয়েছিলেন বাঙালিরাও বিশ্ব জয় করতে পারেন। বোলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষির উন্নতি সাধনার জন্য শ্রীনিকেতন মডেল তৈরি করেছিলেন। চন্দ্রনাথ বাবু আরও জানান ৯ মে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণময় জীবন নিয়ে আলোচনার পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি কবিতা সহ নানা সাধের অনুষ্ঠান থাকছে।
৭ মে শুভ উদ্বোধনের আকর্ষণ ছিল ফলন্ত জামরুল গাছের গোড়ায় জল ঢালা... সবুজায়ন ও গাছের পরিচর্যা করারও বার্তা দেওয়া হয়। এদিনের বর্ণময় অনুষ্ঠানে প্রত্যেক অতিথিদের আম, জল, বড় বাতাসা, মাটির কুঁজো, গামছা ও কাপ প্লেট এবং শিশু বৃক্ষ দিয়ে বরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিবেন গুহ, উমা সিনহা, নন্দিনী মন্ডল, মনীষা ঘোষ ব্যানার্জী। শ্রুতি নাটক পরিবেশন করেন নন্দিনী লাহা। মনন শীল আলোচনায় অংশগ্রহণ করেন স্বপন নন্দী, বিপুল কুমার ঘোষ, আকাশ পাইন, আরণ্যক বসু, পাপিয়া বসু প্রমুখ। অনুষ্ঠানটি সাবলীল ভাবে সঞ্চালনা করেন চন্দ্রনাথ বসু।