Solar Energy
সৌর শক্তির ব্যবহারে সচেতনতা প্রচারে টাটা পাওয়ার এর উদ্যোগ
Bengal Times News, 5 May 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সৌর শক্তির ব্যবহার ক্রমশঃ বাড়ছে। কিন্তু শতাংশের হিসেবে সেই সংখ্যাটা খুবই কম। আসলে সৌর শক্তি সম্পর্কে মানুষের মধ্যে প্রকৃত সচেতনতার অভাব রয়েছে। সেই বিষয়টি উপলব্ধি করে সৌর শক্তি সম্পর্কিত একটি সেমিনারের আয়োজন করে টাটা পাওয়ার রিনিউয়েবলস। ২৬ এপ্রিল বর্ধমান ভবনে সৌর শক্তির ব্যবহারে বাড়তি সচেতনতার প্রচারে একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা পাওয়ার রিনিউয়েবলস এর ন্যাশনাল হেড কৌশিক সান্যাল, রিজিওনাল হেড অভিনন্দা বসু, ওয়েষ্ট বেঙ্গল হেড সৌম্যজিৎ ঘোষ সহ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সরকারি বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকরা ও অন্যান্যরা।
টাটা পাওয়ার রিনিউয়েবলস এর ন্যাশনাল হেড কৌশিক সান্যাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য সৌর শক্তির ব্যবহারের গুরুত্ব ও সার্থকতা প্রচার করা। কৌশিক বাবু আরও বলেন, এখন সব ধরনের ইন্ডাস্ট্রি এবং বাড়িতে সৌর শক্তি ইনস্টল ২৫ বছর পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌর শক্তি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন।
অনুষ্ঠানের সংগঠক টাটা পাওয়ারের অনুমোদিত সংস্থা ই এন্ড সি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের তরফে সায়ন ব্যানার্জী জানান, বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং সাধারণ বাড়িতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ বিল ৯০ শতাংশ পর্যন্ত কমে গেছে। তিনি জানান, বাড়ি বাড়ি সৌর শক্তি বসানোর জন্য সরকার থেকে ভর্তুকি প্রদান করার ব্যবস্থা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই এন্ড সি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের এর প্রজেক্ট ম্যানেজার সুদীপ প্রামাণিক সহ বিভিন্ন সৌর উদ্যোগী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে সৌর শক্তির ব্যবহারের গুরুত্ব এবং তার ভালো দিকগুলো সম্পর্কে সকলকে অবহিত করা হয়।