SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

25th Boishak ২৫ শে বৈশাখ

 



25th Boishak 

২৫ শে বৈশাখ 



লিখেছেন : তাপস কুমার পাল ও অতনু হাজরা 

স্কেচ : জয়েন্দ্র ভৌমিক 




আবার এসেছে ২৫ শে বৈশাখ 


🟣 তাপস কুমার পাল 


আবার এসেছে ২৫ শে বৈশাখ ----

প্রচন্ড দাবদাহে স্বস্তির বৃষ্টি ধারার মতো 

সমস্ত ক্লান্তি দূর করে।


আবার এসেছে ২৫ শে বৈশাখ ----

সব হিংসা দ্বন্দের অবসানে 

মিলন বানীর সুর ধারা সঙ্গে নিয়ে।


আবার এসেছে ২৫ শে বৈশাখ ----

দুঃখ বেদনায় শান্তির সুধায় 

সময় কে আপন করে নিয়ে।


আবার এসেছে ২৫ শে বৈশাখ ---- 

আশাহীন জীবনে বাঁচার মন্ত্রে 

জেগে ওঠে এক নতুন দিগন্ত।


আবার এসেছে ২৫ শে বৈশাখ ----

বাংলার মাটি, জল, বাতাসে, 

রবির কিরণে স্নিগ্ধ শীতল।


আবার এসেছে ২৫ শে বৈশাখ ----

সুরের বাণী জীবনে মরনে 

আজি এ রবীন্দ্র নাথ স্মরনে ।।


#####



কবি স্মরণ


🟣 অতনু হাজরা


কালো রাতি ঘুচে আলো হলো

তোমারই লেখায়।

ঊষা উঠে রাঙা হাসি দেয়

তোমারই জন্য।

আবার তোমারই জন্য 

রূপনারাণের কুলে দাঁড়াই।

জীবনের কঠিন সত্যের মুখোমুখি হয়ে

সত্যকে সহজে নিতে শিখেছি।

তুমিই পুরোনো সেই দিনের কথার 

স্মৃতি মনে করিয়েছো।

তোমার জন্য আমিত্ব ছেড়ে

আমরা সবাই রাজা।

তোমার জন্যই সব মায়া ছেড়ে

পথ ভোলা পথিক হয়েছি।

তোমার কথাতেই অবসরে

আকাশ ভরা সূর্য তারা দেখি।

তুমিই শিখিয়েছো সিন্ধু পারের 

বিদেশিনীকে চিনে নিতে।

তুমি জানতে যে শতবর্ষ পরেও

তোমার কবিতা আগ্রহ ভরে পড়া হবে।

সকালের উদিত রবিতে 

তোমার প্রতিচ্ছবি।

সকলের স্মৃতিতে তুমি

আজও উজ্জ্বল রবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad