25th Boishak
২৫ শে বৈশাখ
লিখেছেন : তাপস কুমার পাল ও অতনু হাজরা
স্কেচ : জয়েন্দ্র ভৌমিক
আবার এসেছে ২৫ শে বৈশাখ
🟣 তাপস কুমার পাল
আবার এসেছে ২৫ শে বৈশাখ ----
প্রচন্ড দাবদাহে স্বস্তির বৃষ্টি ধারার মতো
সমস্ত ক্লান্তি দূর করে।
আবার এসেছে ২৫ শে বৈশাখ ----
সব হিংসা দ্বন্দের অবসানে
মিলন বানীর সুর ধারা সঙ্গে নিয়ে।
আবার এসেছে ২৫ শে বৈশাখ ----
দুঃখ বেদনায় শান্তির সুধায়
সময় কে আপন করে নিয়ে।
আবার এসেছে ২৫ শে বৈশাখ ----
আশাহীন জীবনে বাঁচার মন্ত্রে
জেগে ওঠে এক নতুন দিগন্ত।
আবার এসেছে ২৫ শে বৈশাখ ----
বাংলার মাটি, জল, বাতাসে,
রবির কিরণে স্নিগ্ধ শীতল।
আবার এসেছে ২৫ শে বৈশাখ ----
সুরের বাণী জীবনে মরনে
আজি এ রবীন্দ্র নাথ স্মরনে ।।
#####
কবি স্মরণ
🟣 অতনু হাজরা
কালো রাতি ঘুচে আলো হলো
তোমারই লেখায়।
ঊষা উঠে রাঙা হাসি দেয়
তোমারই জন্য।
আবার তোমারই জন্য
রূপনারাণের কুলে দাঁড়াই।
জীবনের কঠিন সত্যের মুখোমুখি হয়ে
সত্যকে সহজে নিতে শিখেছি।
তুমিই পুরোনো সেই দিনের কথার
স্মৃতি মনে করিয়েছো।
তোমার জন্য আমিত্ব ছেড়ে
আমরা সবাই রাজা।
তোমার জন্যই সব মায়া ছেড়ে
পথ ভোলা পথিক হয়েছি।
তোমার কথাতেই অবসরে
আকাশ ভরা সূর্য তারা দেখি।
তুমিই শিখিয়েছো সিন্ধু পারের
বিদেশিনীকে চিনে নিতে।
তুমি জানতে যে শতবর্ষ পরেও
তোমার কবিতা আগ্রহ ভরে পড়া হবে।
সকালের উদিত রবিতে
তোমার প্রতিচ্ছবি।
সকলের স্মৃতিতে তুমি
আজও উজ্জ্বল রবি।