বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ'র সমর্থনে পদযাত্রা ও পথসভা
Bengal Times News, 23 May 2024
বেঙ্গল টাইমস নিউজ : বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমিত্র খাঁ 'র সমর্থনে খন্ডঘোষ পাঁচ নম্বর মন্ডলের আমলে বাজার থেকে সেহারা বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। পদযাত্রার শেষে সেহারা বাজারে বাসস্ট্যান্ডের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য কালচারাল সেলের কনভেনার চিত্রাভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়াও ছিলেন কালচারাল সেলের কো কনভেনার প্রদীপ ধর ও রাজ দে, লোকসভার কো কনভেনার তথা বিজেপির জেলা সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সাধারণ সম্পাদিকা শম্পা মাথুর, মন্ডলের সভাপতি কৌশিক আশ, মন্ডলের সাধারণ সম্পাদক অনুপম দাস ও অজিত সাঁতরা সহ অন্যান্য নেতৃত্ব।