উদ্বোধন ছাড়াই চালু হল নবদ্বীপ হাসপাতালের একশো শয্যা বিশিষ্ট নব নির্মিত ভবন
Bengal Times News, 16 May 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : উদ্বোধন ছাড়াই চালু হল নবদ্বীপ হাসপাতালের একশো শয্যা বিশিষ্ট নব নির্মিত ভবন। এমনটাই জানালেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সুপার ডাঃ অনঘ ব্যানার্জী সহ অন্যান্য চিকিৎসকের উপস্থিতিতে নবদ্বীপ হাসপাতালের একশো শয্যা বিশিষ্ট নব নির্মিত ভবন পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা।
পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান যেহেতু দেশে নির্বাচন চলছে তাই কোনও রকম উদ্বোধন ছাড়াই চালু করা হল হাসপাতালের নতুন ভবন। উল্লেখ থাকে ২০২৩ সালের মাঝামাঝি সময় হাসপাতালের নতুন ভবনের কাজ শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়।চলতি মাসের গোড়ায় সেই কাজ শেষ হয়। বৃহস্পতিবার থেকে চালু হলেও রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে এখনও বেশকিছু দিন লাগবে বলে হাসপাতাল সূত্রের খবর।