Parliamentary election
বর্ধমান পূর্বে শান্তিতে ভোট হলেও বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে রক্ত ঝরেছে
ভোট নিয়ে কি বললেন শাসক দলের নেতৃত্ব শুনুন
Bengal Times News, 13 May 2024
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৮ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বস্থলী দক্ষিণ ও কালনা বিধানসভা এলাকায় দু'একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে মিটলেও ৩৯ বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হিংসায় রক্ত ঝড়েছে। অথচ এই লোকসভা কেন্দ্রের যুযুধান দুই প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষ মুখোমুখি হয়ে সৌজন্যমূলক ভাববিনিময় ও করমর্দন করে একে অপরের কুশল কামনা করেছেন।
এরপরেই মন্তেশ্বরের তুল্যা গ্রামে তৃণমূলের কর্মীরা দিলীপ ঘোষের গতি রোধ করতে রাস্তা আটকানোর ঘটনায় ধস্তাধস্তি এবং সাংবাদিকদের গাড়ি ভাঙচুর হয়। দুপুরের পরে বর্ধমানের কপি বাগান এলাকায় ফের অশান্তির ঘটনায় দিলীপ ঘোষ এর নিরাপত্তারক্ষীর মাথা ফেটে রক্ত ঝড়েছে।
ঘটনায় উভয় রাজনৈতিক দলের আরও কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে বর্ধমান - দুর্গাপুর লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগুলি পাড়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনায় দু'জন আহত হয়েছেন।
তবে এদিন সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোটদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকালের দিকে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের উপস্থিতি সকলের নজর কেড়েছে।
এদিন সার্বিক ভাবে ৩৮ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮২.৪৮ শতাংশ। ৩৯ বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮১.৭৪ শতাংশ।
এদিন সকালে পূর্বস্থলী-১ ব্লকের বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরে ভোট দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বুথের ভিতরে আলো কম থাকার অভিযোগ করেন। এছাড়া এখানে ২৭ নম্বর বুথে বয়স্ক দৃষ্টিহীন ভোটার ও অক্ষম । ভোটারদের ভোট প্রিসাইডিং অফিসার দিয়ে দিচ্ছেন।
এমনই অভিযোগ পেয়ে তখনই তিনি ছুটে যান বুথে। ভোটারদের অভিযোগ শুনে তিনি মহকুমা শাসক সহ নির্বাচন আধিকারিকদের জানান। অবিলম্বে প্রিসাইডিং অফিসারের অপসারণ চেয়ে প্রতিবাদে মুখর হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেক্টর অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। এরপরই ওই প্রিসাইডিং অফিসার নিজের ভুল স্বীকার করে মন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজেপি কাটোয়া জেলা সাংগঠনিক সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, মানুষ তাঁদের রায় দিয়েছেন। সংখ্যালঘু এলাকায় বুথে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। শাসক দলের পক্ষ থেকে সন্ত্রাসের চেষ্টা করা হয়েছে। তাও আমাদের জয় নিশ্চিত।
এদিকে সকাল থেকেই বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বর্ধমান শহরে বিভিন্ন ভোট গ্রহন কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র দেখে নতুন ভোটার সহ অন্যান্যরাও সুখ্যাতি করেছেন।
বড়নীলপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের ২৬০ নম্বর পার্টে সকাল থেকে ঘন্টা খানেক ভোটই শুরু হয়নি টেকনিক্যাল কারনে বলে অভিযোগ ভোটারদের। ওই ভোট গ্রহন কেন্দ্রের ২৬৫ পার্টে মেশিন খারাপ সকাল সাড়ে ছটা থেকে বলে অভিযোগ উঠছে। আবার ২৬৬ পার্টে ভোট দাতারা ভোট দিলেও ছবি দেখতে পায় নি বলে অভিযোগ। যদিও পরে তিনটি পার্টেই মেশিন ঠিক করা হয়েছে।