World Art Day
বিশ্ব শিল্পকলা দিবসে ২৫ জন চিত্রশিল্পী ও ভাস্কর কে নিয়ে মনোজ্ঞ শিল্প শিবির
Bengal Times News, 16 April 2024
অমিত মিত্র, চন্দননগর : হুগলি জেলার চন্দননগরে প্রসিদ্ধ আর্ট গ্যালারি 'গ্যলারী দ্য মঁঁসিয়ে সুর'-এ পালিত হলো বিশ্ব শিল্পকলা দিবস। এই উপলক্ষে হুগলি জেলার ২৫ জন চিত্রশিল্পী এবং ভাস্কর কে নিয়ে একটি মনোজ্ঞ শিল্প শিবিরের আয়োজন করা হয়।
এই শিল্প শিবিরে অংশগ্রহণ করেন প্রখ্যাত ভাস্কর প্রদীপ সুর, সোমনাথ চক্রবর্তী, মলয় ঘোষ, নির্মল মল্লিক, চিত্রশিল্পী তাপস গাঙ্গুলী, তপন কর, সজল মিত্র, জয়দীপ চ্যাটার্জী, ডক্টর অরূপ ঘোষ, গৌতম ঘোষ, তুহিন রক্ষিত প্রমুখ বিশিষ্ট প্রবীণ এবং নবীন শিল্পী বৃন্দ। বিশ্ব শিল্পকলা দিবস হল সৃজনশীল শিল্পকর্ম এবং চারুকলার উপর একটি আন্তর্জাতিক উদযাপন যা প্রতি বছরই ১৫ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয়।
প্রসঙ্গত এই যে ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির জন্মদিন হলো ১৫ এপ্রিল। মহান এই শিল্পী বিশ্বশান্তি, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা, ভাতৃত্ব এবং বহু সংস্কৃতির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও শিল্পের গুরুত্ব ও অবদানের দৃষ্টান্ত রেখে গেছেন। হুগলি ডিস্ট্রিক্ট আর্ট ফোরামের তরফ থেকে চিত্রশিল্পী জয়দীপ চ্যাটার্জী জানালেন, সারাদিনব্যাপী এই শিল্পশিবিরে নির্মিত শিল্পকর্মগুলি আগামী দিনে জি.এম.এস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে এবং প্রদর্শনীতে বিক্রিত এবং প্রাপ্ত অর্থের একটি অংশ জেলার শিল্প কর্মের উন্নতির জন্য খরচ করা হবে।
শিল্প শিবিরকে কেন্দ্র করে এলাকার শিল্প প্রেমী মানুষের উৎসাহ এবং উদ্দীপনা ঐতিহাসিক চন্দননগর শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রকাশ ও প্রমাণ করে।