বাংলার প্রতিষ্ঠা দিবস উদযাপনে বর্ণময় অনুষ্ঠান বর্ধমানে
Bengal Times News, 14 April 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : কথায় কবিতায় নাচে গানে বাংলার প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল শহর বর্ধমানে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় বর্ধমান টাউন হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা সমাহর্তা কে রাধিকা আইয়ার।
উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল, বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন। উল্লেখ্য ১৪ এপ্রিল ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন। এদিন অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা।
'বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল- পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥' রাজ্য সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা শাসক কে রাধিকা আইয়ার উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতি ও সম্প্রীতির কথা বলে ভোটার সচেতনতার বার্তা দেন।
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল বলেন, রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতিকে প্রকাশ করার পাশাপাশি সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে বর্ধমানের প্রথিতযশা শিল্পী চন্দা চট্টোপাধ্যায়, কল্যান বন্দ্যোপাধ্যায়, সুকন্যা আদিত্য সামন্ত, ডাঃ মেহবুব হাসান, মণিদীপা মজুমদার, পৌলমী মুখার্জী, মধুমিতা পিড়ি, অনন্যা চ্যাটার্জী, অর্পিতা ব্যানার্জী, সায়ন্তী হাজরা, অমৃতা ভট্টাচার্য, রাখী দাশগুপ্ত, মুক্তা রায় ও অঙ্কিতা চক্রবর্তী সহ ১৫ জন শিল্পীর টিমের সদস্যরা সমবেত সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে অংশ নেন।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপনা করেন সুদীপা সরকার।