করুণাময়ী মিলনী সংঘে বর্ষবরণ উৎসব উদযাপন
Bengal Times News, 16 April 2024
লুতুব আলি, কলকাতা : কলকাতা টালিগঞ্জ এর আকিঞ্চন সাহিত্য পত্রিকা ও দীপালক সাংস্কৃতিক মঞ্চ দ্বারা পরিচালিত বর্ষবরণ উৎসব উদযাপিত হলো হরিদেবপুরে করুণাময়ী মিলনী সংঘে। বাংলা ১৪৩১ সালকে স্বাগত জানাতে অভিনব ভাবে বর্ণময় অনুষ্ঠান হল। আয়োজকদের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে সম্ভাষণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত আয়োজক থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা ১৪৩০ সালের অবর্ণনীয়ভাবে স্মৃতিচারণা করেন। অতীতের খারাপ দিকগুলি নিক্ষেপ করে উৎসারিত আলোর দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। বিশ্বায়নের প্রভাবে বাংলা তথা বাঙালির ঐতিহ্য ম্লান হতে বসেছে। এ ব্যাপারে সকলে উদ্বেগ প্রকাশ করেন। বাংলার ঐতিহ্যকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য আবেদনও জানানো হয়। বক্তৃতায় স্মরণ করা হয় কৃতি বাঙালিদের যারা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। যারা গত হয়েছেন, যারা শহীদ হয়েছেন বাংলা ভাষার জন্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবেশ চন্দ্র জানা, প্রদীপ দত্ত, বাংলাদেশ থেকে এসেছিলেন কবি সুমন ব্যাপারী, শিশু সাহিত্যিক ও সম্পাদক আন্তর্জাতিক হাজারো কৃতি বাঙালি ২০২৪ কবি আব্দুল করিম, শর্মিষ্ঠা সেনগুপ্ত, প্রদীপ সেন, অচ্চুত চ্যাটার্জী, ত্রিনয়না ভট্টাচার্য, কবি তারেক দত্ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সৈয়দা বেগম দের বক্তব্য মাঝে কবি আব্দুল করিম তুলে ধরেন ভারতীয় বাংলা ভাষার প্রতি রাষ্ট্রের অবজ্ঞার কথা। ১৪ কোটি বাঙালি ভারতে বাংলা ভাষায় কথা বলেন যা মোট জনসংখ্যার নিরিখে দশ শতাংশ। আসাম ও ত্রিপুরা রাজ্যে বাঙ্গালীদের প্রতি অবিচারের কথা। আক্ষেপ করে বলেন, আপন অধিকার ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টায় বাঙালিরা পিছিয়ে। কিছুদিন আগেই তামিলনাড়ু ও মহারাষ্ট্রে বসবাসকারী মানুষেরা নিজেদের ভাষা নিজেদের রাজ্যে সর্বাগ্রে হিন্দি বা অন্য ভাষা উচ্চারণ করা যাবে না। ভাষার প্রতি তাদের সম্মান দেখে বাঙ্গালীদের শেখা উচিত বলে মনে করেন। কবি আব্দুল করিমের নেতৃত্বে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাঙ্গালীদের সংগঠিত করার লক্ষ্যে আন্তর্জাতিক হাজারো কৃতি বাঙালি ডিরেক্টরির ২০২৪ প্রকাশিত হতে চলেছে। যার মধ্যে থাকবে এক হাজার মানুষের পূর্ণাঙ্গ জীবনী, ফোন নম্বর, whatsapp নম্বর, মেইল আইডি। বাংলা ভাষাভাষী মানুষের স্বার্থে এক নতুন যোগসূত্র সৃষ্টি হবে বলে সকলেই আশা করেন। অনুষ্ঠানের শেষে সংস্কৃতি সংঘের অগণিত সদস্য তারা সমবেত ভাবে সমাপ্তি সংগীত পরিবেশন করেন।