Swimmer Sayani
নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করে ফিরতেই সায়নীর বাড়িতে মন্ত্রী স্বপন দেবনাথ
Bengal Times News, 11 April 2024
অভিরূপ আচার্য, কালনা : পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের সাঁতারু সায়নী দাস নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করে বিদেশের মাটিতে জাতীয় পতাকা তুলে ধরে বুধবার দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার সায়নীর বাড়িতে গিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার পাশাপাশি তাঁর বাবা ও মায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানান।
উল্লেখ্য কালনার সায়নী দাস এর ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয় দিয়ে বিদেশের মাটিতে প্রথম সাফল্য আসে। পরের বছর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয়। স্বপ্ন দেখেন সপ্তসিন্ধু জয়ের। ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। ২০২২ সালে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করে সাড়া ফেলে দেন। এবার নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করে পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন।
কঠোর অধ্যবসায় থাকলে সাফল্যের শিখরে পৌঁছনো যায়, সেটা প্রমাণ করে দিলেন কালনা শহরের সাঁতারু সায়নী দাস।
সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সায়নীর বাবা রাধেশ্যাম দাস অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। মা রূপালি দাস একজন গৃহবধূ। রাধেশ্যামবাবু জানান, "তার দুই মেয়ে। বড় মেয়ে রিম্পার বিয়ে হয়ে গিয়েছে। একসময় তারা কালনার সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায় থাকতেন। পরবর্তী সময়ে কালনা শহরের বারুইপাড়ায় এসে বসবাস শুরু করেন। ছোট বেলা থেকেই সাঁতারের প্রতি সায়নীর ঝোঁক দেখে রাধ্যেশ্যামবাবু মেয়েকে সাঁতার শেখানো শুরু করেন। পাড়ার পুকুর থেকে কালনার সুইমিংপুল। তারপর কলকাতার সুইমিংপুলে অনুশীলন। সায়নীর পছন্দ দূরপাল্লার সাঁতার। ভাগীরথী নদী ও পুরীর সমুদ্রে সাঁতার অনুশীলন করে। সাঁতারে দেশে নানা সাফল্যের পর ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয় দিয়ে বিদেশের মাটিতে প্রথম সাফল্য আসে। এরপর অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল, আমেরিকার ক্যাটালিনা চ্যানেল, আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করার পর এবার নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করতে সক্ষম হয়েছে।"