ভোটার সচেতনতায় শিবের গাজন আর নীল পুজোকেই হাতিয়ার করলো মেমারি ১ ব্লক প্রশাসন
Bengal Times News, 12 April 2024
অভিরূপ আচার্য, মেমারি : চৈত্র মাসের শেষে শিবের গাজন আর নীল পুজোতে মাতোয়ারা গ্রাম বাংলার মানুষজন। এই গাজন উৎসব ও নীল পুজো নির্বাচনী প্রচারের মাধ্যম হিসেবে কাজে লাগাচ্ছে জুজু ধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি। সেইরকমই এক গাজন উৎসবে হাজির হলো নির্বাচনী প্রচার নিয়ে মেমারি-১ ব্লক প্রশাসন। শুক্রবার একদিকে নিমো গ্রামের শিব মন্দিরে মেয়েরা লাইন দিয়ে নীলের পুজো দিচ্ছেন অন্যদিকে গাজনের সন্ন্যাসীরাও হাজির শিব মন্দিরে সেখানে গিয়েই মেমারি-১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোটের সচেতনতা প্রচার করা হয়।
সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP) এর অংশ হিসাবে এই কর্মসূচি চলে। সেখানে গিয়ে মানুষজনকে ভোটের বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। মানুষজনকে বোঝানো হয় কিভাবে তারা EVM এর মাধ্যমে ভোট দেবেন, VVPAT কি সেই সব বিষয় সকলের সামনে তুলে ধরা হয়। তাছাড়া প্রত্যেকে যেন ভোটদানে অংশগ্রহণ করেন সেই বিষয়ে বলা হয়। নিজের ভোট যাতে নিজে দেন এবং নির্ভয়ে ভোট দেন সেটাও বলা হয়। গ্রামের মানুষজন নির্বাচন কমিশনের বার্তাগুলো শুনে নিজেরা বেশ উৎসাহিত হন এবং প্রশাসনের এই উদ্যোগে খুশি হন।
গ্রামের এক সন্ন্যাসী সুপ্রিয় ঘোষ বলেন, 'আমরা ব্লকের এই উদ্যোগে খুশি। তাদের কাছ থেকে অনেক কিছু ভোট সম্পর্কে জানতে পারলাম। আমরা আমাদের প্রতিবেশিদেরও এগুলো বলবো। নীল পুজো দিতে আসা এক গৃহবধূ, মিতালী চ্যাটার্জী বলেন, সকালে পুজো দিতে এসে দেখি মন্দিরে ব্লক থেকে ভোট নিয়ে বলতে এসেছেন। আমি প্রথমে একটু অবাকই হয়ে গিয়েছিলাম। পরে তাদের কাছ থেকে সব শুনে বেশ ভালো লাগলো। নির্বাচন কমিশন আমাদের মতো ভোটারদের নিয়ে ভাবছেন এটা ভালো উদ্যোগ। আমি এটা বুজেছি নিজের ভোট নিজেকেই দিতে হবে। আর সবাইকে ভোট দিতে যেতে হবে। না হলে দেশ ভালো গড়তে পারে না।
মেমারি-১ ব্লকের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিডিও অনুপম দত্ত, ডিইও শুভেন্দু সাঁই, এফএ হারাধন পাকড়ে সহ অন্যান্যরা।