Old age home
বৃদ্ধাশ্রমে খুশির পরবের ছোঁয়া দিলেন জামালপুরের তরুণ সমাজকর্মী
Bengal Times News, 10 April 2024
অতনু হাজরা, জামালপুর : আগামীকাল মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে প্রাণের পরব খুশির ঈদ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে জামালপুরের পাঁচড়ায় জীবনদীপ বৃদ্ধাশ্রমে আবাসিক বৃদ্ধ এবং বৃদ্ধাদের কাছে ব্যক্তিগত উদ্যোগে উপহার সামগ্রী নিয়ে হাজির হলেন জামালপুরের বিশিষ্ট সমাজকর্মী তরুণ নেতা সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। সেখানে বসবাসকারী ২৩ জন বৃদ্ধ ও বৃদ্ধার হাতে শাড়ি, লুঙ্গি, বিস্কুট, মিষ্টির প্যাকেট তুলে দেন। তাঁর সাথে ছিলেন বিকাশ পাকড়ে ও ত্রম্বক সেনগুপ্ত। পাঞ্জাব বাবু বলেন ঈদ তাঁদের সবচেয়ে বড় ও খুশির উৎসব। তাই বাড়ি ছেড়ে থাকা তাঁর পিতৃ ও মাতৃ তুল্য মানুষগুলোকে একটু খুশি বা আনন্দ দিতে তিনি এই বৃদ্ধাশ্রমে এসেছেন। তিনি এই মানুষ গুলোর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। ঈদের উপহার সামগ্রী পেয়ে খুশি বৃদ্ধাশ্রমের এই মানুষগুলো। তাঁরা সমাজকর্মী পাঞ্জাব -কে প্রাণ ভরে আশীর্বাদ করেন।