SVEEP
ভোট দানে সচেতনতা বৃদ্ধিতে ভোট্টু -কে সামনে রেখে প্রীতি ক্রিকেট ম্যাচ
Bengal Times News, 9 April 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির প্রচারের উত্তাপও ক্রমশঃ বাড়ছে। পিছিয়ে নেই নির্বাচন কমিশনও। ভোটারদের ভোটদানে সচেতনতা বাড়াতে কমিশন নানান কর্মসূচী নিয়েছে। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (SVEEP) কর্মসূচির মাধ্যমে ভোটারদের সচেতন করতে নির্বাচন কমিশনের নির্দেশে ব্লক ও জেলা প্রশাসন নানান ধরনের অনুষ্ঠান করছে।
মঙ্গলবার এই কর্মসূচিতে বর্ধমান-১ ব্লক প্রশাসন একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। বর্ধমান শহরের উপকণ্ঠে রেনেসাঁ উপনগরীতে বর্ধমান ১ ব্লক একাদশ বনাম রেনেসাঁ টাউনশিপ একাদশ অংশ নেয়। এদিনের ক্রিকেট খেলার মধ্যমণি ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব। দশ ওভারের খেলায় বর্ধমান ১ ব্লক ১১৫ রান করে। এরমধ্যে বিডিও একাই ৫৮ রান তুলে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছেন।
এছাড়া বন্ডুল গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ এ্যাসিস্ট্যান্ট অভিজিৎ ঘটক ২৮ রান সংগ্রহ করে নট আউট রয়েছেন। খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সন্দীপ চন্দ্, কর্মাধ্যক্ষ রাজেন মুখার্জী, খাদ্য ও সরবরাহ দপ্তরের সাব-ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিকী, ক্যাসিয়ার সুশান্ত দে সহ অন্যান্যরা। টানা টান উত্তেজনাপূর্ণ খেলায় বর্ধমান ১ ব্লক একাদশ বিজয়ী হয়েছে। উপস্থিত ছিলেন বর্ধমান ১ ব্লকের অ্যাকাউন্ট্যান্ট অঞ্জন সিনহা, ব্লক যুব আধিকারিক অনিন্দিতা সেন সহ আরও অনেকে।
বর্ধমান ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব বলেন, প্রত্যেক ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দানে সচেতনতা বৃদ্ধিতে এই খেলার আয়োজন। রেনেসাঁ টাউনশিপে প্রায় ১৫০০ মানুষের বাস, সেই জন্যই এখানে ভোট্টু -কে সামনে রেখে ভোটের বার্তা দিতে খেলার আয়োজন করা হয়েছে।