SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Maidan is being released on Eid ছবি রিলিজের আগে টিম 'ময়দান' সৈয়দ আবদুল রহিম এবং ফুটবল কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানাল


 

Maidan is being released on Eid  

ছবি রিলিজের আগে টিম 'ময়দান' সৈয়দ আবদুল রহিম এবং ফুটবল কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানাল


Jagannath Bhoumick
Bengal Times News 7 April 2024

জগন্নাথ ভৌমিক, কলকাতা : ঘড়ির কাঁটা যত এগোয়, কোচ সৈয়দ আবদুল রহিমের অবিশ্বাস্য গল্পের জন্য প্রত্যাশা তৈরি হয়- এমন একজন ব্যক্তি যিনি সমস্ত প্রতিকূলতাকে জয় করেছিলেন। অজয় দেবগন অভিনীত বহু প্রতীক্ষিত ফিল্ম, 'ময়দান'- এ এমন এক চিত্তাকর্ষক গল্প পর্দায় তুলে ধরা হল।

পরিচালক অমিত শর্মা, প্রযোজক বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত এবং প্রখ্যাত বাঙালি অভিনেতা রুদ্রনীল সহ ময়দানের টিম, ফুটবলের হার্টল্যান্ড কলকাতায় পৌঁছেছে। এখানে, প্রতিটি দেওয়ালে রহিম সাহেবের নাম প্রতিধ্বনিত হয়, এবং তাঁর বিপ্লবী গল্প শুনে প্রতিটি মুখ আনন্দে আলোকিত হয়। ফিল্মটির বিহাইন্ড দ্য সিন্- এর বিশেষ বিশেষ দৃশ্যগুলি প্রদর্শন করা হল যা উপস্থিত প্রত্যেকের মন ছুঁয়ে গেছে এবং ছবিটির মুক্তির জন্য আগ্রহকে বাড়িয়ে তুলেছে৷

সৈয়দ আব্দুল রহিমের ফুটবল যাত্রা শুরু হয়েছিল হায়দরাবাদে। কিন্তু কলকাতার প্রাণোচ্ছলতা এবং ঐতিহাসিক ফুটবল মাঠের ধারাবাহিক গল্প বলে দেয়, যেখানে তিনি পিকে ব্যানার্জী, চুনি গোস্বামী, প্রদ্যুত বর্মণ, অরুণ ঘোষ এবং জার্নাইল সিং-এর মতো প্রতিভা আবিষ্কার করেছিলেন, ভারতের ফুটবল বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিলেন। ময়দানের টিম কলকাতায় এসে, কেবল রহিম সাহেবের উত্তরাধিকারকেই নয়, সেই শহরকেও শ্রদ্ধা জানায় যা ভারতীয় ফুটবলের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

নির্মাতারা কলকাতায় অরুণ ঘোষ, ডিএমকে আফজল, চুনি গোস্বামী, প্রদ্যুত বর্মন, পিকে ব্যানার্জী, ইউসুফ খান, ডি. ইথিরাজ এবং অরুমাইনয়াগামের পরিবারের সদস্যদের জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়েরও আয়োজন করেছিলেন কারণ তাঁরা ছবি মুক্তির আগে এই সকল মহীরুহদের আশীর্বাদ নিতে চেয়েছিলেন। 

অমিত শর্মা পরিচালিত ময়দানে কোচ সৈয়দ আবদুল রহিম চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। ছবিতে অভিনেতা হিসেবে দেখা যাবে প্রিয়মণি, গজরাজ রাও, রুদ্রনীল ঘোষ সহ অন্যান্যদের।

জি স্টুডিও, বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা প্রযোজিত ছবিটিতে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে সাইভিন কোয়াড্রাস এবং রিতেশ শাহ। সঙ্গীত এ আর রহমান এবং গানের কথা দিয়েছেন মনোজ মুনতাশির শুক্লা। ছবিটি এই ঈদে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে এবং IMAX- এ ১০ এপ্রিল ২০২৪- এ মুক্তি পাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad