বিশ্ব উষ্ণায়নে সচেতনতার বার্তা দিয়ে প্রকাশনী গ্রুপের ১৮ টি বই প্রকাশ
Bengal Times News, 7 April 2024
লুতুব আলি, কলকাতা : শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর বৈশাখী সংখ্যা প্রকাশ অনুষ্ঠান। কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনী বাংলার বৃহত্তম প্রকাশনী সংস্থাগুলির মধ্যে অন্যতম গ্রুপ। সদস্য সংখ্যা কুড়ি হাজার ছুঁইছুঁই। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চারা গাছে জল সিঞ্চনের দৃশ্য সকলকে মোহিত করে তোলে।
অনুষ্ঠানে সকলকে সম্ভাষণ জানান পত্রিকা সম্পাদিকা টুম্পা নন্দী। স্বাগত ভাষণ দেন কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর অন্যতম কর্ণধার অতনু নন্দী। অনুষ্ঠানে ছিলেন প্রথিতযশা সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক ও সাহিত্য অনুরাগীরা। অনুষ্ঠান মঞ্চ থেকে অরিত্র প্রকাশনীর ১৮ টি একক বইয়ের মোড়ক উন্মোচনকে ঘিরে ব্যাপক উদ্দীপনার সঞ্চার হয়।
বই প্রকাশ অনুষ্ঠানে শিশু বৃক্ষের গোড়ায় জল ঢালা বার্তা দেয়: বিশ্ব উষ্ণায়ন সমগ্র বিশ্বকে তছনছ করে দিচ্ছে। সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র সবকিছুই প্রকৃতির সঙ্গে ওতপ্রোত যোগ আছে। প্রকৃতির সঙ্গে মানুষের প্রকৃতি আপন খেয়ালে প্রবাহমান। বিশ্ব উষ্ণায়নের ধাক্কা ঋতুরাজের ওপর প্রভাব ফেলছে। সেই কারণেই শেষ সময় বর্ষা, আবার শীতের সময় অনেক ক্ষেত্রে শীত চুরি হয়ে যায়। আবার কখনো ভয়াল ভয়ংকর বর্ষা সবকিছুকেই ভাসিয়ে দেয়। ইদানিং কালে দেখা যাচ্ছে সূর্য যেন মাথার উপরে চলে এসেছে। সাহিত্য প্রেমী ও সাহিত্য অনুরাগীদের উপস্থিতিতে এই বার্তা দেওয়ার জন্যই অনুষ্ঠানে গাছের গোড়ায় জল ঢালা হয়।
এদিনের অনুষ্ঠানে এক প্রকার চাঁদের হাট বসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলায় খ্যাতিসম্পন্ন সাহিত্যিক আরণ্যক বসু, সাহিত্যিক ও চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস, সাহিত্যিক বৈজয়ন্ত রাহা, ভোলা দে, কবি কৌশিক গাঙ্গুলী প্রমুখ। অতনু নন্দী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। এই প্রকাশনীর মুখ্য উদ্দেশ্য হলো বিশিষ্ট কবি সাহিত্যিকদের পাশাপাশি উঠতি কবি সাহিত্যিকদেরও প্রকাশনায় প্রাধান্য দেওয়া হয়। এই অনুষ্ঠানে ১৮ টি একক বইয়ের মোড়ক উন্মোচন হয়। বইপ্রকাশ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, সংগীত এবং মননশীল আলোচনা হয়।