INDIA
ইন্ডিয়া জোটের শরিক সিপিআই(এমএল) লিবারেশন পশ্চিমবঙ্গে একমাত্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে
Bengal Times News, 19 April 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : ইন্ডিয়া জোটের শরিক হিসেবে পশ্চিমবঙ্গে একমাত্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিআই(এমএল) লিবারেশন। বর্ধমান পূর্ব (এসসি) লোকসভা আসনে তাদের দলীয় প্রার্থী যুব নেতা সজল কুমার দে। শুক্রবার তিনি দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার সিপিআই(এমএল) লিবারেশন নেতৃত্ব তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারে এক সাংবাদিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন সিপিআই(এমএল) লিবারেশন এর পলিট ব্যুরো সদস্য কার্তিক পাল, কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রানী দত্ত ও সলিল দত্ত, দলের রাজ্য কমিটির সম্পাদক অভিজিৎ মজুমদার। এছাড়াও ছিলেন দলের জেলা কমিটির সদস্য কুনাল বক্সী ও প্রার্থী সজল কুমার দে।
এদিন সাংবাদিক বৈঠকে সিপিআইএমএল নেতৃত্ব বলেন, ইন্ডিয়া জোটের শরিক হিসেবে বিহার ও ঝাড়খণ্ডে মোট চারটি আসনে এবং তার বাইরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে একটি করে দেশে সর্বমোট সাতটি আসনে তারা লড়ছেন। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়নি। এরাজ্যে একমাত্র বর্ধমান পূর্ব (এসসি) আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের দল। দলের মনোনীত প্রার্থী সজল কুমার দে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস রাজ্যে টিএমসি সরকারের অপশাসনের নানা দিক সম্পর্কে তুলে ধরার সাথে সাথে তাদের প্রচারের মূল অভিমুখ থাকবে বিজেপিকে পরাস্ত করা।
এদিনের সাংবাদিক বৈঠকে তারা আরও বলেন, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে সিপিআইএমএল এবং তাদের কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন চলেছে। বিশেষত, গ্রামীণ গরিবদের ঋণমুক্তি আন্দোলন যেখানে মহিলারা জোরালো ভূমিকা নিয়েছেন, পরিযায়ি শ্রমিকদের আন্দোলন, দিল্লি ঘেরা কৃষক আন্দোলনের সংহতি তথা এরাজ্যের কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ও ক্ষতিপূরণের আন্দোলন ইত্যাদি উল্লেখযোগ্য। এই সমস্ত আন্দোলনের ভিত্তিকে আরো প্রসারিত করাও এই কেন্দ্রে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান দিক।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী সজল কুমার দে পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক এবং যুব আন্দোলন ও দলিত আন্দোলনের অন্যতম নেতা। বস্তুত একদিকে প্রান্তিক মানুষের মাঝে বাবাসাহেব আম্বেদকরের শিক্ষা প্রসারিত করা অন্যদিকে রাজ্যে চাকরি প্রার্থীদের দীর্ঘ আন্দোলনের একটি মঞ্চকে নেতৃত্ব দেওয়া -এই দুই কাজেই তিনি নেতৃত্ব দিচ্ছেন। গ্রামীণ শ্রমিক ও আদিবাসী অধিকার আন্দোলনের অন্যতম কর্মী। তাদের নির্বাচনী প্রতীক পতাকায় তিন তারা।