ভাগীরথীর জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Bengal Times News, 20 April 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ভাগীরথী নদীতে এক যুবকের দেহ ভাসতে দেখে এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়ে। নবদ্বীপের কার্গিল কলোনী এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। ভাগীরথী নদী থেকে যুবকের দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, যুবকদের নাম অসীম প্রামাণিক(২৭) তার বাড়ি নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১১ টা নাগাদ সাইকেল নিয়ে স্নান করতে নবদ্বীপের মনিপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও অসীম বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠে পরিবার। এরপর খুঁজতে গিয়ে মনিপুর ঘাটে পরিবারের লোকেরা দেখতে পায় ওই যুবকের সাইকেল ও জুতো পড়ে রয়েছে।
শুক্রবার সন্ধ্যা নাগাদ নবদ্বীপ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। শনিবার সকালে ভাগীরথী নদীতে কার্গিল কলোনী এলাকায় ওই যুবকের দেহ ভেসে ওঠে। আজ দুপুরে যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। উল্লেখ থাকে সম্প্রতি নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে একটি অস্থায়ী শিবিরের পাশাপাশি নবদ্বীপের প্রতিটি গঙ্গার ঘাটে সতর্কীকরণের জন্য মাইকিং ও পোস্টারের মাধ্যমে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারপরও জলে তলিয়ে যাওয়া কিংবা মৃত্যুর ঘটনা আটকানো যায়নি। এদিনের ঘটনা আরও একবার প্রমাণ করল সাধারণ মানুষের মধ্যে আজও সতর্কতার অভাব রয়েছে।