মনোনয়নপত্র জমা দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার
Bengal Times News, 19 April 2024
অভিরূপ আচার্য, বর্ধমান : চতুর্থ দফার নির্বাচনে জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমান জেলায় মনোনয়নপত্র জমা দিলেন ডাঃ শর্মিলা সরকার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাঃ শর্মিলা সরকার শুক্রবার মিছিল সহযোগে মনোনয়নপত্র জমা দিতে আসেন।
এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে মিছিলে হাঁটেন দলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, বিধায়ক খোকন দাস, মধুসূদন ভট্টাচার্য, তপন চ্যাটার্জী সহ অন্যান্য বিধায়ক, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, কর্মাধ্যক্ষরা, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, ব্লক সভাপতি ও অন্যান্য নেতৃত্ব। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর মনোনয়নপত্র গ্রহণ করেছেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস।
শুক্রবার ডাঃ শর্মিলা সরকার মনোনয়নপত্র জমা দিতে আসার আগে বর্ধমানের বড়মা বীরহাটা কালী মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। তিনি জানান, বড়মার আশীর্বাদ ও দলীয় নেতৃত্বের শুভেচ্ছা নিয়েই মনোনয়নপত্র জমা দিলেন। জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ আশাবাদী।