লোকসভা নির্বাচন : সাংগঠনিক বৈঠকে তৃণমূলের কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায় কালনায়
Bengal Times News, 18 April 2024
জগন্নাথ ভৌমিক, কালনা : তৃণমূল কংগ্রেস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার কালনায় ঝটিকা সফর করে গেলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হেলিকপ্টার চড়ে কালনায় এসে পৌঁছান। জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা ও পরামর্শ দিতেই কালনায় আসেন। এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে কালনা এলআইসি অফিসের কাছে পুরনো রাইস মিল ক্যাম্পাসে নামেন। এখানে দলের কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি সন্দীপ বসু এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার।
বৃহস্পতিবার কালনা মধুবন এলাকায় শপিং মল সংলগ্ন হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী ডাঃ শর্মিলা সরকার সহ দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মন্ত্রী স্বপন দেবনাথ, দলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, শহর ও ব্লক সভাপতি ও বিধায়কদের সঙ্গে পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগমনে এদিন কালনা শহরকে কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়।
জানা গেছে, এদিনের বৈঠকে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে প্রচারের রূপরেখা এবং সাংগঠনিক বিষয়ে নির্দেশিকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।