হুজুগে বাঙালির "হুল্লোড়" বর্ণময় বার্ষিক উৎসব
Bengal Times News, 19 April 2024
লুতুব আলি, কলকাতা : কথায় আছে বাঙালি বড্ড বেশি হুজুগে। বাঙ্গালীদের নিয়ে অনেক মনস্তত্ত্ববিদ্, দার্শনিক, মনীষী, সাহিত্যিকরা অনেক ক্ষেত্রে অলস বাঙালি বলেও অভিহিত করেছেন। এই বাঙালিরাই আবার অনেক কিছুই পেলে ইস্যু পেলে হুজুগে আত্মহারা হয়ে পড়েন। করোনাকালে বিশ্বময় যখন লকডাউন চলছিল তখন এই বাঙ্গালীদেরই এক ভূমি পুত্র দশম শ্রেণির পড়ুয়া অরিত্র চ্যাটার্জী বাঙ্গালীদের নিয়েই স্বপ্ন দেখলো । করোনা পরবর্তীকালে অরিত্র চ্যাটার্জী দ্বাদশ শ্রেণীতে পড়া শেষ করে তার এই সুপ্ত আপনাকে বাস্তবে রূপ দিলেন তিনি হুজুগে বাঙালি বলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। প্রথমে উপযোগে বাঙালি ফেসবুক পেজে তিনি ব্যাপক সাড়া পেলেন। ৮ থেকে ৮০ বছর বয়স্ক নারী-পুরুষ সকলেই এই হুজুগে বাঙালি প্ল্যাটফর্মে নাম লেখালেন। হুজুগে বাঙালি.... বাঙালি তথা বাংলার হারিয়ে যেতে বসা কৃষ্টিকে ধূসর আলো থেকে উজ্জীবিত করে উৎসারিত আলোর দিকে এগিয়ে যেতে থাকলো... এই কদিন আগেই হুজুগে বাঙালি কলকাতার হাতিবাগানে আস্থা চিলড্রেন্স কমিউনিটি হলে তাদের বার্ষিক অনুষ্ঠান হুল্লোড় ২০২৪ এর বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করল।
এই প্লাটফর্মে অধিকাংশ সদস্য সদস্যারা স্কুল থেকে পড়া শেষ করে সদ্য কলেজে প্রবেশ করেছেন। অরিত্র চ্যাটার্জী শৈশব অবস্থা থেকেই বাবা তমাল চ্যাটার্জী, মা তুলি চ্যাটার্জী, দিদি ক্যামেলিয়া চ্যাটার্জী, জামাইবাবু সৌভিক কর এর সংস্কৃতি চেতনায় শানিত হওয়ার পাঠ পেয়েছেন। হাতিবাগানে হুজুগে বাঙালির বার্ষিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান সংগঠনের পক্ষ থেকে সহ প্রতিষ্ঠাতা কৌশিকি চক্রবর্তী, তত্ত্বাবধায়ক অনুসূয়া রায়, সভাপতি নয়ন গুহ রায়, সহ-সভাপতি অনি ঋতা চ্যাটার্জী, সহ তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা সাঁতরা, সহ প্রচারক মেঘমল্লার চক্রবর্তী, স্নেহা দাস, সুহানি দত্ত, সৌমিলি মাইতি প্রমুখ। হুজুগে বাঙালি সংগঠনের সব সময় পরামর্শ দিয়ে থাকেন উপদেষ্টা আকাশ পাইন, পৃষ্ঠপোষক ক্যামেলিয়া চ্যাটার্জী, সৌভিক কর, সৌমজিৎ ব্যানার্জী। এই সংগঠনকে পথ দেখাচ্ছেন প্রতিষ্ঠাতা সম্পাদক অরিত্র চ্যাটার্জী।
হাতিবাগানের বর্ণময় অনুষ্ঠানে টিনএজ ছেলেমেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সদ্য স্কুল শেষ করে কলেজ জীবনে পদার্পণ করে যারা জীবনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাদের হাতে গড়া এই হুজুগে বাঙালি প্ল্যাটফর্মের আদর্শ অনেককেই স্পর্শ করেছে। এই অনুষ্ঠানে আসতে না পারলেও বিশিষ্ট অভিনেতা ঋতব্রত মুখার্জী, অভিনেত্রী সোমা ব্যানার্জী ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এক সাক্ষাৎকারে অরিত্র চ্যাটার্জী বলেন, হুজুগে বাঙালি, বাঙালি হুজুগে সেটা আমরা সবাই জানি, তবে এই কথাটা সার্থক আমাদের পেজের ক্ষেত্রে। কোন প্ল্যানিং ছাড়াই হুজুগের বসে তৈরি করি এই পেজটা আমরা। নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি বহু মানুষের সুপ্ত প্রতিভা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এরকম সৃজনশীল কাজ আমরা করে যাবো এবং সমাজকল্যাণে কিছু কাজ করার আশাও রাখলাম। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রতদীপ মুখার্জী, লাবণ্য ঘোষ, রনিত ভৌমিক, আকাশ পাইন, পারিজাত প্রধান, সৌরভ বিষাই, পায়েল সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই বাংলায় সমাদৃত সাহিত্যিক আরণ্যক বসু প্রমুখ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মননশীল আলোচনা দারুণ ভাবে রেখা পাত করে।
অনুষ্ঠানে স্বপ্ন প্রকাশন থেকে সংগঠনের তৃতীয় বার্ষিক পত্রিকা হুল্লোড় প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে যে সকল সংগঠন ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তারা হলেন বেরঙিন কলমের কর্ণধার আকাশ পাইন, গোধূলি লগ্নের অর্ক সেন, অল্প গল্পের অদরিজা, নবারুণের অনুরণ সরকার, সূর্যমুখীর জয়ন্তী, বেলা শেষের আগে এর সুলগ্না, মেঘদূত এর অর্কনীল, অজানা কথার রাজদীপ ভট্টাচার্য এছাড়াও আলোর দিশারী, আলোর জগৎ, ভবঘুরে ব্যান্ড।
খবরটি পড়ে খুব ভালো লাগলো। এতো সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপনা করেছেন তো সত্যিই প্রশংসনীয়।আমি ওর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
উত্তরমুছুনআগামী দিনে আরো অনেক খবর করুন প্লিজ।
উত্তরমুছুন