Bengal Times News, 18 April 2024
বেঙ্গল টাইমস নিউজ : রাত পোহালেই রাজ্য তথা দেশের প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে৷ পশ্চিমবঙ্গের তিনটি আসনে প্রথম দফায় নির্বাচন হবে। ১৯ এপ্রিল বাংলায় ভোট গ্রহণ হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে। প্রথম দফার নির্বাচনে যাতে কোথাও কোনওরকম অশান্তির পরিবেশ সৃষ্টি না-হয় সেই জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনও ভাবেই হাতের বাইরে চলে না যায়, সে নিয়ে তৎপর নির্বাচন কমিশন। অনেক আগে থেকেই সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের ২১ রাজ্যের রাজ্যের ১০২ টি লোকসভা কেন্দ্রে যাতে কোথাও, কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ৩৫০ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন সুষ্ঠু ভাবে করতে একাধিক বিষয়ে কড়া নজর দিচ্ছে কমিশন।