অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলার সান্ধ্যকালীন রক্তদান শিবিরে বিপুল উৎসাহ
Bengal Times News, 30 April 2024
অভিরূপ আচার্য, শ্যামসুন্দর : সারা রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। এই মুহূর্তে জেলার হাসপাতাল গুলির ব্লাড ব্যাঙ্ক গুলিও প্রায় রক্তশূন্য অবস্থায়। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের ভান্ডার প্রায় শূন্য হতে বসেছে। সেই কারণেই বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আশরাফ উদ্দিন এর কাছে রক্তদান শিবির আয়োজন করার জন্য আবেদন আসে। রায়না, খণ্ডঘোষ, মেমারি, মন্তেশ্বর, ভাতার এবং গলসিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে ঠিক হয়। তাই আর দেরি না করে সবার প্রথম অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ হাফিজুর রহমানের সহায়তায় ২৮ এপ্রিল সন্ধ্যায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার বহরমপুরের দলুইদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এই রক্তদান শিবির আয়োজন করা হয়। দেড়শ জনেরও বেশি রক্তদাতা এদিন তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করলেন। রক্তদান মানে জীবন দান করা, রক্ত ছাড়া মানুষ বাঁচে না। তাই জাতি ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে রক্তদান করার আহ্বান জানালেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আশরাফ উদ্দিন। দীর্ঘ এক মাস রমজান মাস চলছিল এবং বর্তমানে চলছে লোকসভা নির্বাচনের আবহাওয়া। এই সময় খুব বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি। তাই ব্লাড ব্যাঙ্ক গুলি রীতিমতো ফাঁকা হয়ে পড়েছে। সে কারণেই রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্যের সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক ইস্তামুল হক, বিশিষ্ট সমাজসেবী স্তুতিদেবী, সমাজসেবী তথা সাংবাদিক সফিকুল ইসলাম, ন্যাশনাল এন্টি ট্রাফিকিং এর চেয়ারম্যান জিন্নার আলি, অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট তামান্না সারমিন সহ অন্যান্যরা।