সাহিত্য পত্রিকার উদ্যোগে বৈশাখী আড্ডা
Bengal Times News, 1 May 2024
লুতুব আলি, কলকাতা : তিলোত্তমা বৃহত্তর কলকাতায় স্কুল, কলেজ পড়ুয়া অনেক ছেলেমেয়েরা এগিয়ে এসে সাহিত্য ও সংস্কৃতি আন্দোলনের এক নবজাগরণের সঞ্চার করে চলেছেন। ইতিমধ্যেই হুজুগে বাঙালি এক সেচ্ছাসেবী সংস্থা এই আন্দোলনের শরিক হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত থেকেও সমান্তরালভাবে অনেকে এই স্বেচ্ছাসেবী কাজে সহায়ক ভূমিকা পালন করছেন। কলকাতায় মানিকতলা রায়া দেবনাথ মেমোরিয়াল হলে স্রোতস্বিনী সাহিত্য পত্রিকার উদ্যোগে এক বৈশাখী আড্ডার আয়োজন করা হয়েছিল। স্রোতস্বিনীর সম্পাদক সোমনাথ বোস, তিনি একজন কলেজ পড়ুয়া। মানুষের বহমান জীবনকে তিনি সাহিত্যের আঙিনায় এনে প্রবাহমান ধারায় এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছেন। অনুষ্ঠানের নান্দনিক সূচনা লগ্নে সোমনাথ বোস সকলকে সম্ভাষণ জানান ও স্বাগত ভাষণ দেন। স্রোতস্বিনীর সমন্বয়ক মোনালিসা মাইতি, কার্যনির্বাহী সম্পাদক তরুণ পাত্র, সহ-সম্পাদক সুরজিৎ মন্ডল, পার্থ সারথি সাহু প্রমুখরা প্রারম্ভিক সূচনা পর্বে সকলকে আপ্যায়িত করেন। সোমনাথ বোস বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় পরবর্তী যুগে সাহিত্য সাধনার প্রতি তরুণ প্রজন্মেরা উৎসাহিত হয়ে এগিয়ে এসেছেন এতে দারুণভাবে ইতিবাচক সাড়া পড়েছে। বিশ্বায়িত ডিজিটাল দুনিয়ায় বাংলার সাহিত্য সংস্কৃতি চর্চা গেল গেল বলে যে রব উঠেছে তা আমরা মোকাবিলা করে চলেছি। এদিনের বৈশাখী আড্ডা এক বর্ণময় অধ্যায়ের রচনা করেছিল। আমন্ত্রিত অতিথিরা নিজস্ব আঙ্গিকে তাঁদের বক্তব্য উপস্থাপিত করায় এই অনুষ্ঠানের এক অন্য মাত্রা এনে দেয়।
এই অনুষ্ঠানে প্রকাশিত হয় স্রোতস্বিনী সাহিত্য পত্রিকা নববর্ষ সংখ্যা ১৪৩১। অনুষ্ঠানে আরও প্রকাশিত হয় লেখক মৃত্যুঞ্জয় সরকার রচিত ডুয়ার্স ভ্রমণ গ্রন্থ। এই মঞ্চেই সাহিত্য পত্রিকা এবং ফেসবুক পেজের মেলবন্ধন দেখা গেল! সহযোগী পেজ বন্ধু হিসেবে উপস্থিত ছিলেন হুজুগে বাঙালি, দিগন্ত, প্রতিদ্বন্দ্বী। অনুষ্ঠানে দুই খুদে শিশুশিল্পী সাবলীল নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠানটি আরও রঙিন হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী অনন্যা ভাস্কর সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্রোতস্বিনী সাহিত্য পত্রিকা উপদেষ্টা তথা পদাতিক পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট কবি আকাশ পাইন, বিশিষ্ট লেখক রনিত ভৌমিক, পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু, আগামীকাল চ্যানেল এসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অর্ক বিশ্বাস, পিউলি দাস, অভ্যস্ত চ্যাটার্জি, নবনীতা সেন, সায়নকি ঘোষ, নৃত্যশিল্পী ভাস্বতী মন্ডল, মৌসুমী সরকার প্রমুখ।