গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে এক কিশোরের মৃত্যু, নিখোঁজ আরও ১
Bengal Times News, 14 April 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : সাত সকালেই মর্মান্তিক দুঃসংবাদ। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ২ কিশোর। দুর্যোগ মোকাবেলা দপ্তরের ডুবুরিদের চেষ্টায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজনের খোঁজ মেলেনি।
রবিবার বাংলা নববর্ষের সকালে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়ন তারা ঘাটে। উদ্ধার হওয়া ওই কিশোরের নাম আদিজিৎ পাল, বয়স ১৭ বছর। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার মালঞ্চ পাড়া এলাকায়। অপর নিখোঁজ কিশোরের নাম কৌস্তব পাল (১৭), তার বাড়ি শহরের মঙ্গলচন্ডীতলা এলাকায়। দুজনই একটি নামি বেসরকারি স্কুলের ছাত্র। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা নববর্ষের সকালে নয়নতারা ঘাটে স্নান করতে নামে ৪ জন ছাত্র। সেই সময় স্নান করতে গিয়ে কোনও ভাবে ২ জন তলিয়ে যায়। দুজন কোনও রকমে পাড়ে উঠে আসে। খবর পেয়ে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে ডুবড়ি নামিয়ে এক ছাত্রকে উদ্ধার করে।
তলিয়ে যাওয়া অপর ছাত্রের খোঁজ চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। উদ্ধার হওয়া ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে, সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি থানায় নিয়ে যায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সামগ্রিক ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।