SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

তৃণমূল পন্থী প্রাথমিক ও মাধ্যমিক সমিতির রাজ্য সম্মেলন


 

তৃণমূল পন্থী প্রাথমিক ও মাধ্যমিক সমিতির রাজ্য সম্মেলন


Please follow our WhatsApp Channel 
https://whatsapp.com/channel/0029Vaam7w7AYlUMBcOera2P


Atanu Hazra 
Bengal Times News, 17 April 2024

অতনু হাজরা, ডায়মন্ড হারবার : দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো তৃণমূল পন্থী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলন। ১৬ এপ্রিল সারা রাজ্য থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রায় ৩৬০০০ হাজার শিক্ষক - শিক্ষিকা যোগদান করেছিলেন এই রাজ্য সম্মেলনে। 

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এত বড় রাজ্য সম্মেলন আগে দেখা যায়নি। হেরিটেজ স্কুলে ছিল শিক্ষকদের হাজিরা, কিট সংগ্রহ ও খাবারের ব্যবস্থা। শিক্ষা মন্ত্রী বিশিষ্ট নাট্যকার, ঔপন্যাসিক, লেখক অধ্যাপক ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা করে সরিষা মাঠে পৌঁছে সম্মেলন শুরু করার কথা থাকলেও প্রচণ্ড দাবদাহ ও ট্রাফিকের কারণে সেই পদযাত্রা বাতিল করা হয়। এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। 

মূলত আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি কেন্দ্রের তৃণমূলের প্রার্থীদের সমর্থনে এই সম্মেলন করা হয়। শিক্ষা মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ, মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ডঃ সুব্রত গুহ, কার্যকরী সভাপতি প্রীতম হালদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম, কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ, বিজন সরকার সহ অন্যান্যরা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু করেন শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। তিনি বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের একাধিক সাফল্যের কথা তুলে ধরেন। যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্য তোলপাড় হচ্ছে সেই অবস্থা কাটিয়ে উঠে স্বচ্ছতার সঙ্গে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। 

তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো অনেক কাজ করা হবে। পার্শ্ব শিক্ষক, এস এস কে, এম এস কে, কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কথাও তিনি বলেন। তাঁদের জন্য সরকার কী কী করেছেন তার কথাও তুলে ধরেন। কথা প্রসঙ্গে ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জীর জেতা শুধু সময়ের অপেক্ষা। আজকের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি এটা প্রমাণ করে যে রাজ্যের শিক্ষক সম্প্রদায় এই সরকারের পাশেই আছেন। আজকের এই সম্মেলনে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত (প্যারা টিচার, এস এস কে, এম এস কে, শিক্ষা বন্ধু সহ অন্যান্য) তৃণমূল পন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম শেখ ও কার্যকরী সভাপতি বুবাই কোলের নেতৃত্বে প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহণ করে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন। 

এখন দেখার ভোটের পর এঁদের কতটা আর্থিক সহ অন্যান্য উন্নতি শিক্ষা মন্ত্রী তথা রাজ্য সরকার করেন। তবে তাঁরা আশাবাদী ভোটের পর তাঁদের পরিস্থিতির বদল হবে। এই সম্মেলন সফল ভাবে আয়োজন ও সম্পন্ন করতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান মইদুল ইসলাম। তিনি বলেন শিক্ষক দেরও এগিয়ে এসে সরকারী বিভিন্ন প্রকল্পের প্রচার করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad