কীর্তি আজাদ এর সমর্থনে বর্ধমানে মহিলা তৃণমূলের মিছিলে জনজোয়ার
Bengal Times News, 13 April 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে শহর বর্ধমানে মহিলাদের মিছিলে জনজোয়ার। শনিবার তৃণমূল মহিলা কংগ্রেস বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী কীর্তি আজাদ এর সমর্থনে মিছিলের ডাক দেয়। বর্ধমান বড়নীলপুর মোড় থেকে কার্জনগেট পর্যন্ত মিছিলে মহিলাদের ভিড় উপচে পড়ে।
তৃণমূল মহিলা কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত'র আহ্বানে শহরের প্রতিটি ওয়ার্ড থেকে মহিলারা মিছিলে সামিল হয়ে মহামিছিলের রূপ দেয়। বড়নীলপুর মোড় থেকে মিছিল শুরুর আগে মহিলাদের পক্ষ থেকে জেলার সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত উত্তরীয় পরিয়ে বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ-কে বরণ করে নেন। মিছিলে মহিলাদের সঙ্গে সামনের সারিতে প্রার্থীর সঙ্গে হাঁটেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ প্রাক্তন সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা, দেবু টুডু, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন কয়েক হাজার মহিলা তীব্র গরম উপেক্ষা করে ভর দুপুরে মিছিলে হাঁটেন। ধামসা মাদলের তালে, সাঁওতালি নৃত্যের ছন্দে মিছিল এগিয়ে চলে। মিছিলে বিশেষ আকর্ষণ ছিল লক্ষ্মীর ভান্ডার। মহিলারা বড়ো বড়ো "লক্ষীর ভাঁড়" হাতে নিয়ে এবং লক্ষ্মীর ভান্ডার এর বরণডাল হাতে নিয়ে মিছিলে হাঁটেন।
জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য শুধুমাত্র লক্ষীর ভান্ডারই নয়, একাধিক প্রকল্প চালু করেছেন। তাই নারী শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হাত আরও শক্ত করতে চাই। আর সেই লক্ষ্যে আজ মহিলারা এই মিছিলে সামিল হয়েছেন'। এদিনের মিছিল থেকে দলীয় প্রার্থী কীর্তি আজাদ-কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।