Women's day
আন্তর্জাতিক নারী দিবসে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনে মহিলাদের শ্রদ্ধা জ্ঞাপন
Bengal Times News, 8 March 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার কালিবাজার আমতলা এলাকায় বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অফ বর্ধমান সাউথ এবং বর্মণ ব্রাদার্স এর যৌথ উদ্যোগে শিবিরটি আয়োজিত হয়। আন্তর্জাতিক নারী দিবসে ৬০ জন মহিলার চক্ষু পরীক্ষা করা হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শ্রেয়া বর্মণ অত্যন্ত আন্তরিক ভাবে শিবিরে উপস্থিত মহিলাদের চোখ পরীক্ষার পাশাপাশি চোখ ভালো রাখার প্রয়োজনীয় পরামর্শ দেন। বিনাব্যয়ে চক্ষু পরীক্ষার সুযোগ পেয়ে সকলেই খুব খুশি হন।
উল্লেখ্য শহর বর্ধমানে অপটিক্যাল জগতে বর্মণ ব্রাদার্স একটি উল্লেখযোগ্য নাম। বর্ধমানে তাদের একাধিক শোরুম রয়েছে। বড়নীলপুর মোড়ের শোরুম আজ নবম বর্ষে পদার্পণ করলো। তাই আন্তর্জাতিক নারী দিবসে আপামর নারীদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে রোটারী ক্লাব অব বর্ধমান সাউথ এর সঙ্গে যৌথ উদ্যোগে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান বর্মণ ব্রাদার্স এর কর্ণধার রোটারিয়ান শৈল বর্মণ।
রোটারী ক্লাব অব বর্ধমান সাউথ এর সভাপতি সাবর্ণ কুমার দে জানান, আজকের চক্ষু পরীক্ষা শিবিরে মূলতঃ অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা নারীদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। শিবির সুষ্ঠুভাবে পরিচালনা করেন বর্মণ ব্রাদার্স এর ডিরেক্টর তথা সমাজকর্মী সুতপা বর্মণ, ডিজাইনার ও সমাজকর্মী মৌমিতা দে, চিত্রা সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন রোটারিয়ান সুজয় মিত্র, বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান সুবীর কুমার দে সহ অন্যান্যরা।