SCROLL

গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু # আইনমন্ত্রী মলয় ঘটকের পরিবর্তে তৃণমূলের লিগ্যাল সেলের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

WBVBDS ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি'র রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমানে

Top Post Ad


 

WBVBDS 

ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি'র রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমানে 


Jagannath Bhoumick
Bengal Times News, 3 March 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : 'বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ' এই আবেদনকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি'র রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো শহর বর্ধমানে। ২ ও ৩ মার্চ বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন আয়োজিত হয়। সহযোগিতায় ছিল পূর্ব বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি। রক্তদান শিবির ও রক্তদাতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই রাজ্য সম্মেলনে রাজ্যের ২১ টি জেলার মোট ৩৩২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। যার মধ্যে ৪৭ জন মহিলা, ১৩ জন চিকিৎসক, ৫ জন অধ্যাপক ও সমাজকর্মী ছিলেন। সম্মেলনে মোট ১২ টি রাজ্যের ৭৩ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছেন। ২ মার্চ সম্মেলনের সূচনা হয়। 

আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মশ্রী অরুণোদয় মন্ডল। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, ডেপুটি সিএমওএইচ ডা: সুবর্ণ গোস্বামী, রাজ্য স্বাস্থ্যভবনের সহকারী অধিকর্তা (ভলান্টারি ব্লাড ডোনেশন ) স্মরজিত রায়, প্রাক্তন সাংসদ ডা: মমতাজ সঙ্ঘমিতা চৌধুরী ও অধ্যাপক সাইদুল হক, বর্ধমান পৌরসভার ষ কাউন্সিলর ডা: ইন্তেখাব আলম, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিক রামবিলাস মহাপাত্র, বিশিষ্ট চিকিৎসক ডাঃ এস কে রায়, ডাঃ সৌমিক ঘোষ, ডাঃ দেবব্রত রায়, ডাঃ কাজল কৃষ্ণ বণিক সহ অন্যান্য বিশিষ্টজন। 

দুদিনের সম্মেলনের শেষ দিনে ৩ মার্চ সকাল ৮টায় বর্ধমান কোর্ট কমপাউন্ড থেকে বর্ধমান মেডিকেল কলেজ পর্যন্ত সুসজ্জিত পদযাত্রা পরিক্রমা করে। বিশিষ্টজনদের সঙ্গে ৫০০ জনের বেশি মানুষের অংশগ্রহণে রক্ত দানের বার্তা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য রক্ত সঞ্চালন বিভাগের জয়েন্ট ডাইরেক্টর ডাঃ বরুন সাঁতরা, সহ অধিকর্তা (মেডিকেল) ডাঃ অভিজিৎ মন্ডল, কলকাতা কেন্দ্রীয় ব্লাড সেন্টার মানিকতলা এর ডাইরেক্টর ডাঃ স্বপন সরেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিরা।  দুদিনের সম্মেলনে রক্তদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন কাজল কৃষ্ণ বনিক, ডাঃ অভিজিৎ মন্ডল, রাজ্য রক্তদান উদ্ধুকরণ মেন্টর ডাঃ সঞ্জিত চ্যাটার্জী, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এর রাজ্য আহ্বায়ক কবি ঘোষ প্রমুখ।

সম্মেলনে স্মরণিকা প্রকাশ করেন রাজ্য রক্ত সঞ্চালন বিভাগের জয়েন্ট ডিরেক্টর ডাঃ বরুন সাঁতরা, সহ অধিকর্তা (মেডিকেল)

ডাঃ অভিজিৎ মন্ডল, কলকাতা কেন্দ্রীয় ব্লাড সেন্টার মানিকতলা এর ডিরেক্টর ডাঃ স্বপন সরেন, ডাঃ কাজল কৃষ্ণ বণিক। 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব ডাঃ পল্লব দে, রাজেশ পালিত, নুরূল হক, স্বপন বন্ধু, অসীম ধর, আয়ূব আনসারী, মধুসূদন ঘটক।

সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে রাজ্যের ৮৭টি ব্লাড সেন্টারে শিবির বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে নিয়ে সচেতনতা শিবির করার উদ্যোগ নেওয়া হবে। ব্লাড পরিকাঠামোগত উন্নয়ন ও কর্মী সংকট নিরসনে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাওয়া হবে। বেসরকারি ব্লাড সেন্টারগুলির উপর সরকারি নিয়ত্রণ করার জন্য জেলা ভিত্তিক মনিটরিং কমিটি গঠনের দাবী জানানো হবে। রক্তদাতাদের স্বীকৃতি স্বরূপ পুনরায় ব্যাজ প্রদান চালু করার জন্য আবারও সরকারের কাছে আবেদন করা হবে। দীর্ঘ ১২ বছরের বেশী সময় ধরে এই ব্যাজ অমিল। মানবতার স্বার্থে রাজ্যের প্রতিটি ব্লাড সেন্টারকে ২৪ x ৭ পরিষেবা জারী থাকুক এই বিষয় নিয়ে সর্বস্তরে আবেদন জানানো হবে। উপঢৌকন বিহীন রক্তদান শিবির করার প্রতি জোর দেওয়া হবে। 

সম্মেলনে শততম পাঁচজন রক্তদাতা অসীম ধর, পরেশনাথ সরকার,স্বপন বন্ধু ও প্রশান্ত দাসকে সম্মান জ্ঞাপন করা হয়েছে এবং সারাদেশে রক্তদানের প্রচারে ১বছর ধরে ১৯টি রাজ্যে সাইকেল যাত্রা করেছেন জয়দেব রাউতকে সম্মান জ্ঞাপন করা হয়েছে।

সম্মেলন থেকে রাজ্যের রক্তদান আন্দোলনকে আরও সবল ও গতিশীল করার লক্ষ্যে পদ্মশ্রী সম্মান প্রাপ্ত চিকিৎসক অরুনোদয় মণ্ডল কে সভাপতি, কবি ঘোষ সাধারণ সম্পাদক ডাঃ পল্লব কুমার দে ও রাজেশ পালিত যুগ্ম সম্পাদক সহ ৭৯ জনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৬ জন মহিলা সদস্যা রয়েছেন। 

আয়োজক সংগঠন ও অভ্যর্থনা সমিতির পক্ষে যুগ্ম সম্পাদক ফজলুল হক ও উদয় রায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Below Post Ad

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.