সুস্থায়ী পরিবেশের বার্তা দিতে মিনি-ম্যারাথন এর উদ্যোগ
Bengal Times News, 22 February 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্ট আপ ফাউন্ডেশন-এর উদ্যোগে বর্ধমানে "রান ফর রাঢ়" শীর্ষক মিনি-ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে ১লা মার্চ। ওইদিন সকাল ৭টায় বর্ধমান শহরের তিনকোনিয়া থেকে ৫কিমি দূরত্বের এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কোনোপ্রকার নিবন্ধন মূল্য নেই। প্রতিযোগীদের জন্য বিশেষ জার্সি, টিফিন, মেডিকেল সহায়তা, বিশেষ পদক ও সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে বলে আয়োজকদের তরফে পার্থপ্রতিম মিত্র জানান। তিনি বলেন, রাঢ় অঞ্চলের ক্রমবর্ধমান দূষণ সমন্ধে জনমানষে সচেতনতা আনতেই এহেন উদ্যোগ। আগামী ২৬শে ফেব্রুয়ারী পর্যন্ত নাম নথিভুক্ত হবে, প্রয়োজনে ৮২৫০৯৮৭০৭০ নম্বরে যোগাযোগ করতে পারেন। আগামীতে রাঢ় অঞ্চলের বিভিন্ন জেলায় এহেন উদ্যোগ নেওয়া হবে।