Postal Ballot
কোন কোন ক্ষেত্রের কর্মরত ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দানের সুযোগ পাবেন এক ঝলকে দেখে নিন
Bengal Times News, 20 March 2024
অভিরূপ আচার্য, নতুন দিল্লি : ভারতে ১৮ তম লোকসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে কমিশন প্রয়োজনী পদক্ষেপ নিচ্ছে। ভোটাররা যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। জরুরী পরিষেবা ও কাজের সঙ্গে যুক্ত ভোটারদের জন্য কমিশন পোস্টাল ব্যালটে ভোট দানের ব্যবস্থা করছে। ইতিমধ্যেই ১৮ টি সেক্টরের নাম ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মেট্রো, রেল পরিবহন (যাত্রী এবং মালবাহী) পরিষেবা, রাজ্য দুধ ইউনিয়ন এবং দুধ সমবায় সমিতি, স্বাস্থ্য বিভাগ, সড়ক পরিবহন কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, জেল, আবগারি, ট্রেজারি পরিষেবা, তথ্য ও জনসংযোগ বিভাগ, অ্যাম্বুলেন্স পরিষেবা, পুলিশ, সিভিল ডিফেন্স এবং হোম গার্ড, খাদ্য নাগরিক সরবরাহ, শক্তি, পূর্ত বিভাগ এবং মিডিয়া। এই ক্ষেত্রগুলোতে কর্মরত ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের সুযোগ পাবেন।