Silver Jubilee of Chitrakala Kendra
চিত্রকলা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষ উদযাপন, চিত্রশিল্পীদের চাঁদের হাট
Bengal Times News, 19 March 2024
লুতুব আলি, হাবড়া : উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বিড়া বল্লভপুর পাড়ায় শান্তি পিপাসা বল্লভ বালিকা বিদ্যালয়ে চিত্রকলা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষ উদযাপন হলো। এই এলাকায় একমাত্র ছবি আঁকা শেখানোর প্রতিষ্ঠান চিত্রকলা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন চিত্রকলা কেন্দ্রের কর্ণধার তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কৌশিক মজুমদার। এই শুভ অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক চিত্রশিল্পী ও চিত্রপরিচালক ইন্দ্রজিৎ নারায়ন ও সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সহ-সম্পাদক ডঃ শান্তনু সেনগুপ্ত। বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন বারাসাত থানার আই সি প্রতিকসা ঝারকারাইয়া, অশোকনগর থানার আইসি বলাই ঘোষ প্রমুখ।
কৌশিক মজুমদার জানান, এই প্রতিষ্ঠানের রজতজয়ন্তী বর্ষে ব্যাপক সাড়া মিলেছে। বিশিষ্ট মানুষদের কাছ থেকে, এলাকার মানুষদের কাছ থেকে, সর্বোপরি ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবকদের কাছ থেকেও এমনকি ছাত্র-ছাত্রীদের থেকেও অভূতপূর্ব সাড়া মিলেছে। ৫০ জনেরও বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পীদের নিয়ে বিরাট চিত্রকর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মন জয় করে। অনুষ্ঠানে চিত্রকলা কেন্দ্রের পক্ষ থেকে ৫০ জন চিত্রশিল্পীকে ছবি আঁকার সমগ্র সামগ্রী প্রদান করা হয় এবং তাঁদের বিশেষ সম্মান প্রদর্শন করা হয়। বিশিষ্ট আন্তর্জাতিক চিত্রশিল্পীরা বিভিন্ন বিষয়ের উপরে অসাধারণ চিত্রকর্ম অঙ্কন করেছিলেন যা দেখে উপস্থিত দর্শকেরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। চিত্রকলা কেন্দ্রের অভিভাবকরা জানালেন, কৌশিক বাবুর এই মহতি আয়োজন ছেলেমেয়েদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ছেলেমেয়েরা এই কর্মশালা দেখে এবং স্বচক্ষে তারা স্বনামধন্য চিত্রশিল্পীদের ছবি আঁকা নিজেদের চোখের সামনে হওয়ায় বিশেষ প্রাপ্তি ঘটে। কৌশিক বাবু দীর্ঘ ২৫ বছর ধরে এলাকায় চিত্রশিক্ষার প্রসার ঘটানোয় অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষের দিকে চিত্রশিল্পীরা দীপঙ্কর বিশ্বাস, বিনয় দলুই, শিবপ্রসাদ দত্ত শর্মা, সৌহার্দ্য ঘোষ, সুব্রত চক্রবর্তী, তাপস দেবনাথ, অর্পিতা দাস, রিয়া কাঞ্জিলাল, বেণীমাধব সরকার, দীপঙ্কর সমাদ্দার, উজ্জল মুখার্জী প্রমুখরা বিশেষ অতিথির আসন অলংকৃত করে ছাত্র-ছাত্রীদের মানপত্র ও মেডেল পুরস্কার তুলে দেন।
চিত্রকলা কেন্দ্রের পক্ষ থেকে চিত্র কর্মশালায় উপস্থিত সম্মানীয় শিল্পীদের হাতে স্মারক ও সম্মানপত্র তুলে দেন। অনুষ্ঠানে শিশু শিল্পীদের নৃত্য ও আবৃত্তি সকলের মন ছুঁয়ে যায়। স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার এ বিষয়ে বলেন, কৌশিক মজুমদার একজন গুণী চিত্রশিল্পী তাঁর একক প্রচেষ্টায় চিত্রকলা কেন্দ্র এক উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এক কথায় কৌশিক মজুমদারের পরিকল্পনায় চিত্রকলা কেন্দ্রের রজত জয়ন্তী বর্ষের অনুষ্ঠান সার্থকতা লাভ করে। এদিনের অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন পূজা দাস বোস।