International Art Workshop
আন্তর্জাতিক আবাসিক চারুকলা কর্মশালা পূর্ব বর্ধমানে
Bengal Times News, 22 March 2024
জয়তী ভৌমিক, বিদ্যানগর : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের বিদ্যানগরে প্রশান্ত দাশগুপ্ত কলেজ অব এডুকেশনের উদ্যোগে 'নেচার অফ দ্যা ক্যানভাস' শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক আবাসিক চারুকলা কর্মশালা ও প্রদর্শনী শুরু হয়েছে। বসন্ত আসছে শিল্পীদের শৈল্পিক ভাবনায় ক্যানভাসে তুলির টানে ফুটে উঠছে সেই ছবি। ২৩ মার্চ পর্যন্ত এই কর্মশালা চলবে।
২১ মার্চ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চারুকলা কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্পাদক বিভাস বিশ্বাস, অঙ্কন শিক্ষক রঙ্গজীব রায় সহ অন্যান্যরা।
তিনদিনের এই আন্তর্জাতিক আবাসিক কর্মশালায় পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, তামিলনাডু, গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এমনকী প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও শিল্পীরা এসেছেন। সব মিলিয়ে ৪৫ জন শিল্পী অংশ নিয়েছেন কর্মশালায়।
তিনদিন ধরে শিল্পীরা ক্যানভাসে তাঁদের শিল্প নৈপুণ্য ফুটিয়ে তুলবেন। বৃহস্পতিবার প্রত্যেক শিল্পীর হাতে ক্যানভাস ও রঙ তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জেলায় এমন উদ্যোগ প্রথম বলে উদ্যোক্তারা দাবি করেন।