Basnta Utsav
শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও বসন্ত উৎসবে মাতলো আট থেকে আশি
Bengal Times News, 24 March 2024
অতনু হাজরা, জামালপুর : আজকের দিনে বসন্ত উৎসব বলতে শুধু আর দোলের দিন বোঝায় না। পুরো মাস ধরে চলে বসন্ত উৎসব। বসন্ত উৎসব শুধু আর শহর কেন্দ্রিক নয়। প্রত্যন্ত গ্রাম বাংলাতেও রীতিমত উৎসবের আমেজে করা হচ্ছে বসন্ত উৎসব। আজ পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রামে 'সংগঠন' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আজ বসন্ত উৎসব পালন করলো। গ্রামের ভিতরে এক অনন্য আয়োজন করে তারা। সুন্দর ভাবে সাজিয়ে তুলেছিল তারা উৎসব প্রাঙ্গণ।
গ্রামের এই সংগঠনের পার্থ, জয়দীপ, ভোলানাথ, হেমন্ত, সৌরভ সহ কয়েকটি ছেলে মেয়ের উদ্যোগে এবছর তৃতীয় বছরে পড়েছে তাদের বসন্ত উৎসব। এলাকায় একটা উৎসবের আমেজ ফুটিয়ে তুলেছে। দূর দূরান্ত ও পার্শ্ববর্তী গ্রাম থেকে মানুষজন এসেছেন এই উৎসবে সামিল হতে। সংগঠনের পক্ষ থেকে সৌরভ বসু জানান, তৃতীয় বছরে পড়েছে তাদের বসন্ত উৎসব। আজ তাদের সাথে চারটি সংস্থা যোগ দিয়েছে যাঁরা বিভিন্ন নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। নাচে গানে আবির খেলায় মেতে উঠেছে আজকের এই বসন্ত উৎসব।
এছাড়াও বেরুগ্রামের কনকপুরের 'সাহায্যের হাত' স্বেচ্ছাসেবী সংস্থাও আজ বসন্ত উৎসবে সামিল হয়। এলাকার সমস্ত মানুষ এই অনুষ্ঠানে মেতে ওঠেন। সংস্থার অন্যতম সদস্য দেবাশীষ ব্যানার্জী জানান, এ বছরই তাঁরা প্রথম বসন্ত উৎসব করছেন। রায়না থেকে একটি নৃত্যের দল আজ তাঁদের সাথে বসন্ত উৎসবে সামিল হন। পরবর্তী বছরে আরো বড় করে তাঁরা এই বসন্ত উৎসব আয়োজন করবেন।