Election Nomination
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, রাত পোহালেই দ্বিতীয় দফার মনোনয়ন
Bengal Times News, 27 March 2024
জগন্নাথ ভৌমিক, কলকাতা : রাত পোহালেই পশ্চিমবঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন শুরু হবে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট সংসদীয় আসনের জন্য ২৬ এপ্রিল দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮শে মার্চ হবে। এবং প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ। উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির তিনটি লোকসভা আসনে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল ২০২৪। এদিকে এমসিসি কার্যকর হওয়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে নির্বাচন দপ্তর ৬ কোটি ৯৫ হাজার টাকা আয় করেছে। বুধবার সন্ধ্যায় কলকাতায় এই তথ্য দিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন যে ২৯ কোটি ৭০ হাজার টাকারও বেশি মূল্যের অবৈধ মদও জব্দ করা হয়েছে। তিনি বলেছিলেন যে রাজ্য নির্বাচন বিভাগ সিভিজিলের মাধ্যমে ১২৩৫ টি অভিযোগ পেয়েছে যার মধ্যে ১০২৯ টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৩৭ কোম্পানি প্যারা-মিলিটারি ফোর্স ৩ টি সংসদীয় এলাকায় মোতায়েন করা হয়েছে যেখানে ১৯ এপ্রিল ২০২৪-এ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।